আমোদ
বাংলাদেশের কুমিল্লা থেকে প্রকাশিত একটি সাপ্তাহিক সংবাদপত্র। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা। পত্রিকার প্রথম পৃষ্ঠা বাংলায় লেখা ছিল 'সাপ্তাহিক আমোদ'। আর এর নিচে ইংরেজিতে লেখা হতো- 'THE WEEkLY AMOD'

১৯৫৫ খ্রিষ্টাব্দের ৫ মে এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটি কুমিল্লা শহরের পুরাতন চৌধুরীপাড়া থেকে প্রকাশিত হতো। সম্পাদক ছিলেন ফজলে রাব্বী। এর পৃষ্ঠা সংখ্যা ছিল ৪ এবং মূল্য ছিল এক আনা। ১৯৮৫ খ্রিষ্টাব্দে ইউনেস্কো থেকে মনোনীত এশিয়ার ৫টি সফল আঞ্চলিক পত্রিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল ‘আমোদ’।

১৯৬৭ খ্রিষ্টাব্দের ১১ ফেব্রুয়ারি থেকে পত্রিকাটি নিজস্ব প্রেস থেকে প্রকাশিত হওয়া শুরু হলো। এই সময়  ডাবল ডিমাই সাইজের চায়নিজ ফাট মেশিনে
মুদ্রিত হতো। বর্তমানে পত্রিকাটি নিজস্ব অফসেট প্রিন্টের মেশিনে ছাপা হচ্ছে।

১৯৭১ খ্রিষ্টাব্দে স্বাধীনতাযুদ্ধ চলাকালে ২৮ সপ্তাহ বন্ধ থাকে। এরই মধ্যে পত্রিকায় মুক্তিযুদ্ধের সংবাদ প্রকাশিত হয়েছিল।

১৯৭৫ খ্রিষ্টাব্দে ১৪ সপ্তাহের জন্য এর প্রকাশনা সরকারি নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়।

১৯৮৫ খ্রিষ্টাব্দের ৫ মে মোহাম্মদ ফজলে রাব্বী হলেন প্রধান সম্পাদক। তাঁর স্ত্রী শামসুন নাহার রাব্বী হলেন সম্পাদক। তখন পত্রিকার দাম ছিল ৭৫ পয়সা। বর্তমানে এর দাম পাঁচ টাকা।

১৯৯৪ খ্রিষ্টাব্দে পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী মারা যান। এরপর তাঁর স্ত্রী শামসুন নাহার রাব্বী পত্রিকার হাল ধরেন।

এর ওয়েব সাইট:
https://amodbd.com/


সূত্র: