অমর বাংলা
বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় প্রকাশিত, মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রকাশিত পত্রিকা।

এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৯৭১ খ্রিষ্টাব্দের ৪ নভেম্বর (বৃহস্পতিবার, ১৬ কার্তিক ১৩৭৮)।
সম্পাদক ছিলেন এ বি ছিদ্দিকী এর মুদ্রণ পরিচিতিতে ছিল- বেঙ্গল প্রেস অ্যান্ড পাবলিকেশনস, ঢাকা, বাংলাদেশের স্বত্বাধিকারী পিপি বড়ুয়া কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত হয়। পত্রিকার নামের নিচে ইংরেজিতে
Weekly Amor Bangla এবং বাংলাতে লেখা হতো- বাংলাদেশ মুক্তি আন্দোলনের মুখপত্র। পত্রিকায় প্রকাশিত তথ্যাদির বিন্যাস ছিল ৪ কলাম পৃষ্ঠা সংখ্যা ছিল । পত্রিকাটির মূল্য ছিল ২৫ পয়সা।

প্রথম প্রকাশনার প্রথম সংবাদ শিরোনাম ছিল- 'নয়াদিলস্থ পাক দূতাবাসের পৈশাচিক কাণ্ড প্রহারের চোটে বাঙালি কর্মচারী নিহত? এবং সম্পাদকীয় 'আমাদের যাত্রা হোল শুরু" দিয়ে প্রকাশিত হয় ।

সূত্র: