আর্যদর্শন
সাহিত্য, বিজ্ঞান, দর্শন, ইতিহাস, পুরাবৃ্ত্ত, বার্তাশাস্ত্র, জীবনবৃত্তান্ত, শব্দশাস্ত্র ও সঙ্গীত বিষয়ক মাসিক পত্রিকা। সম্পাদক ছিলেন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ।

পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১২৮১ বঙ্গাব্দের বৈশাখ মাসে ( এপ্রিল-মে ১৮৭৪ খ্রিষ্টাব্দ)। ১২৯২ বঙ্গাব্দ পর্যন্ত এই পত্রিকাটি চলার পর বন্ধ হয়ে গিয়েছিল।

 

সূত্র:

১. আর্যদর্শন পত্রিকা।
২. বাংলা সাময়িক-পত্র। দ্বিতীয় খণ্ড [ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয়- সাহিত্য-পরিষৎ। জ্যৈষ্ঠ ১৪২৫]