বিজ্ঞানসেবধি
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত বিজ্ঞান বিষয়ক মাসিক পত্রিকা।

১৮৩২ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে এই পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটিতে লর্ড ব্রোহেম-এর বিজ্ঞানবিষয়ক প্রবন্ধাদি অনুবাদ প্রকাশিত হতো। এইচ, এইচ, উইলসন-এর আদেশে এই অনুবাদ করতেন অমলচন্দ্র গাঙ্গুলি ও কালীপ্রসাদ ঘোষ এবং সম্ভবত এঁদের তত্ত্বাবধানে পত্রিকাটি প্রকাশিত হতো।
 

সূত্র :