বীণাবাদিনী
সঙ্গীতবিষয়ক মাসিক পত্রিকা।

এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮৯৭ খ্রিষ্টাব্দে (শ্রাবণ ১৩০৪ বঙ্গাব্দ)। পত্রিকাটির সম্পাদনা করেছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পত্রিকাটি প্রকাশক ছিল- কলকাতার বাদ্যযন্ত্র বিক্রয়কারী প্রতিষ্ঠান 'ডোয়ার্কিন এন্ড সন'। এদের ঠিকানা ছিল ২৬৭ নম্বর বহুবাজার স্ট্রিট, কলকাতা। মূল্য ছিল তিন আনা।
 
প্রকৃতপক্ষে এই পত্রিকাটিতে বিভিন্ন গানের স্বরলিপি ছাপা হতো। এই স্বরলিপিগুলো লেখা হতো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্ভাবিত আকারমাত্রিক স্বরলিপিতে। এই পত্রিকার প্রথম সংখ্যায় স্বরলিপি ছাড়া কিছু সঙ্গীতবিষয়ক তথ্যাদি ছাপা হয়েছিল। পরে পত্রিকার প্রধান বিষয় হয়ে দঁড়িয়েছিল বিভিন্ন ধরনের গানের স্বরলিপি। ১৮৯৯ খ্রিষ্টাব্দে পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।