বঙ্গবাণী পত্রিকা
একটি সচিত্র বাংলা মাসিক পত্রিকা।
১৩২৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে (ফেব্রুয়ারি-মার্চ ১৯২২ খ্রিষ্টাব্দ) এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
এর কার্যাধ্যক্ষ ও স্বত্বাধিকারী ছিলেন রমাপ্রসাদ মুখোপাধ্যায়। মুদ্রক ও প্রকাশক ছিলেন জ্যোতিষচন্দ্র ঘোষ। ৫৭ হ্যারিসন রোড কটন প্রেস থেকে ছাপা হতো। তৃতীয় বর্ষের জ্যৈষ্ঠ সংখ্যা থেকে কটন প্রেস থেকে প্রকাশ হলেও মুদ্রকের নাম পাওয়া যায় সত্যকিঙ্কর মুখোপাধ্যায়। আর প্রকাশের নাম পাওয়া যায়- কিশোরী মোহন ভট্টাচার্য।
পত্রিকার প্রথম দুই বৎসরের সম্পাদক ছিলেন দীনেশচন্দ্র সেন ও বিজয়চন্দ্র মজুমদার।
এরপর দীনেশচন্দ্র সেন পদত্যাগ করলে, বিজয়চন্দ্র মজুমদার সম্পাদক হিসেবে দায়িত্ব
পালন করেন। ১৩৩৪ বঙ্গাব্দের মাঘ মাসে পূর্ব-ঘোষণা ছাড়াই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
পত্রিকাটির প্রথম পৃষ্ঠায় পত্রিকার নামের নিচে অপেক্ষাকৃত ছোট
হরফে ছাপা হত- "আবার তো'রা মানুষ হ।"
শ্রীরামপুর মিশন থেকে খ্রিষ্টধর্মের প্রচারণার
জন্য এই পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। ১৮২২
খ্রিষ্টাব্দের মে মাসে এই পত্রিকার প্রথম সংখ্যা
প্রকাশিত হয়। এই পত্রিকাটি কবে বন্ধ হয়ে গিয়েছিলে,
সে বিষয়ে কিছু জানা যায় নি।
সূত্র :
-
বাংলা
সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)।
শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতী। ১৯৬৪।
-
সংবাদপত্রে
সেকালের কথা। দ্বিতীয় সংস্করণ। ব্রজেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়। বঙ্গীয়-সাহিত্য-পরিষদ্
মন্দির, কলিকাতা । ১৯৪৪।