জ্ঞানান্বেষণ
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক দ্বিভাষিক (ইংরেজি- বাংলা) পত্রিকা।

১৮৩১ খ্রিষ্টাব্দের ১৮ই জুন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল। প্রথম দিকে এর উদ্দেশ্যে ছিল- ইংরেজি ভাষা জানেন এবং উদারমতালম্বী এমন যুবকদের স্বশিক্ষিত করার জন্য। পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। পরে এই পত্রিকা সম্পাদনের দায়িত্ব নিয়েছিলেন রসিককৃষ্ণ মল্লিক এবং মাধবচন্দ্র মল্লিক। 

১৮৩৩ খ্রিষ্টাব্দে পত্রিকাটিকে 'ইংরেজি-বাংলা' দ্বিভাষিক করা হয়। এই সময় বাংলা বিভাগের সম্পাদক ছিলেন গৌরীশঙ্কর তর্কবাগীশ।

১৮৪০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে পত্রিকটি চিরতরে বন্ধ হয়ে যায়।
 


সূত্র :