১৯২৬ খ্রিষ্টাব্দের ১২ই আগষ্ট (বৃহস্পতিবার, ২৭ শ্রাবণ ১৩৩৩) পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর সম্পাদক ছিলেন
কমরেড মুজাফ্ফর আহমদ। বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র
হিসেবে
১৩৩২ বঙ্গাব্দের ১লা পৌষ
(বুধবার, ১৬ ডিসেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দে), প্রথম প্রকাশিত হয়েছিল '
লাঙল।
এই পত্রিকার সম্পাদক ছিলেন
কাজী নজরুল ইসলাম। এই পত্রিকাটি ১৩৩৩
বঙ্গাব্দের ২রা বৈশাখ (বৃহস্পতিবার ১৫ এপ্রিল ১৯২৬
খ্রিষ্টাব্দ)লাঙলেরপঞ্চদশ সংখ্যা প্রকাশিত
হওয়ার পর এর প্রকাশনা চিরতরে বন্ধ হয়ে যায়।
এরপর বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র
হিসেবে প্রকাশিত হয়েছিল গণবাণী। এ প্রসঙ্গে গণবাণীতে ঘোষণা দেওয়া হয়েছিল-
'বঙ্গীয় কৃষক ও
শ্রমিক দল গণবাণীর প্রকাশভার গ্রহণ করিয়াছেন। এই দলের পূর্ব-প্রকাশিত লাঙল
গণবাণীর সহিত একীভূত হয়ে গেছে।'