'বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল গণবাণীর প্রকাশভার গ্রহণ করিয়াছেন। এই দলের পূর্ব-প্রকাশিত লাঙল গণবাণীর সহিত একীভূত হয়ে গেছে।'
১৯২৭ খ্রিষ্টাব্দের ২৭
অক্টোবর সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। এরপর ১৯২৮ খ্রিষ্টাব্দের ১৪ জুন থেকে
পত্রিকাট মুজফ্ফর আহমদ ও কালীকুমার সেনের সম্পাদনায় পুনঃপ্রকাশ ঘটে।
এর প্রথম বর্ষ নবম সংখ্যা থেকে সম্পাদকের নাম প্রকাশিত হতো-
প্যারীমোহন দাস।
সূত্র :