গণবাণী
বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা।

১২ আগষ্ট ১৯২৬ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৩৩৩) প্রকাশিত হয়েছিল গণবাণী নামক পত্রিকা। উল্লেখ্য, 'বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র হিসেবে প্রকাশিত 'লাঙল'
পত্রিকার শেষ ও প্রথম খণ্ড, ১৫ শ সংখ্যা প্রকাশিত হয়েছিল- ১৩৩৩ বঙ্গাব্দের বৈশাখ মাসের ২ তারিখে (বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ১৯২৬ খ্রিষ্টাব্দে)। এরপর এই পত্রিকাটি 'গণবাণী' নামে প্রকাশিত হতে থাকে
১৯২৬ খ্রিষ্টাব্দের ১২ আগষ্টে। পত্রিকাটির সম্পাদক ছিলেন মুজাফ্ফর আহমদ। ৩৭ হ্যারিসন রোড, কলকাতা থেকে প্রকাশিত এই পত্রিকার প্রতিটি সংখ্যার দাম ছিল ১ আনা। এ প্রসঙ্গে গণবাণীতে ঘোষণা দেওয়া হয়েছিল-

'বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল গণবাণীর প্রকাশভার গ্রহণ করিয়াছেন। এই দলের পূর্ব-প্রকাশিত লাঙল গণবাণীর সহিত একীভূত হয়ে গেছে।'

১৯২৭ খ্রিষ্টাব্দের ২৭ অক্টোবর সংখ্যা প্রকাশের পর বন্ধ হয়ে যায়। এরপর ১৯২৮ খ্রিষ্টাব্দের ১৪ জুন থেকে পত্রিকাট মুজফ্ফর আহমদ ও কালীকুমার সেনের সম্পাদনায় পুনঃপ্রকাশ ঘটে।

এর প্রথম বর্ষ নবম সংখ্যা থেকে সম্পাদকের নাম প্রকাশিত হতো- প্যারীমোহন দাস।


সূত্র :