গস্‌পেল মাগাজীন

বাংলা ভাষায় প্রকাশিত খ্রিষ্টীয় তত্ত্ব-বিষয়ক মাসিক পত্রিকা। এই পত্রিকাটি ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশিত হতো। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৮১৯ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে। এই পত্রিকার সম্পাদকের নাম ছিল না। পত্রিকাটির প্রকাশক ছিল 'Baptist Auxiliary Missionary Society'। ১৮২০ খ্রিষ্টাব্দ থেকে এই পত্রিকার বাংলা সংস্করণ প্রকাশিত হতো। পত্রিকাটি কবে বন্ধ হয়ে গিয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায় নি।


সূত্র :

  • বাংলা সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)। শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী। ১৯৬৪।