মুক্তি
সাপ্তাহিক বাংলা সংবাদপত্র।

পুরুলিয়া থেকে প্রকাশিত এই পত্রিকাটি ছিল কংগ্রসের পুরুলিয়া শাখার মুখপত্র। পত্রিকার শিরোদেশে লেখা থাকতো 'বন্দে-মাতরম' এবং এর নিচে বামদিকে থাকতো 'কংগ্রেস'। নামটিতে নিম্নরেখা যুক্ত করে, বিশেষায়িত করা হতো।

সম্পাদক ছিলেন নিবারণচন্দ্র দাসগুপ্ত। এর প্রথম সংখ্যায় প্রকাশের তারিখ মুদ্রিত ছিল -'৬ই পৌষ ১৩৩২, ২১শে ডিসেম্বর ১৯২৫'। সপ্তাহের প্রতি সোমবারে পত্রিকাটি প্রকাশিত হতো। এর বার্ষিক মূল্য ছিল আড়াই টাকা। আর প্রতি সংখ্যার দাম ছিল ১ আনা।

প্রথম সংখ্যার শেষের পাতায় পত্রিকাটির মুদ্রণও প্রকাশ সম্পর্কে লিখিত ছিল- 'পুরুলিয়া, দেডবন্ধু প্রেস হইতে শ্রীসুরেন্দ্রনাথ নিয়োগী কর্তৃক মুদ্রিত ও প্রকাশিত'। দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম পাতায় প্রকাশের তারিখের ঘরে যুক্ত হয়েছিল' পুরুলিয়া'। পরে এই কংগ্রেস শব্দটি বাদ দেওয়া হয়েছিল। দ্বিতীয় বর্ষের ৩৫শ সংখ্যা (৫ ভাদ্র ১৩৩৪, ২২ আগষ্ট ১৯২৭) থেকে পত্রিকার নামের নিচে যুক্ত হয়েছিল 'জাতীয় সাপ্তাহিক পত্রিকা'।

পত্রিকাট কংগ্রেসের মুখপত্র হলেও স্থানীয় ভারতের বিভিন্ন অঞ্চলের গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হতো। এছাড়াও মাঝে মধ্যে 'কবিতা ও প্রবন্ধ' প্রবন্ধও প্রকাশিত হতো।