নবজীবন পত্রিকা
মাসিক সাহিত্য পত্রিকা
১২৯১ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৮৮৪ খ্রিষ্টাব্দ) এই মাসিক পত্রিকাটি প্রথম
সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয়চন্দ্র সরকার।
৫১ নম্বর মৃজাপুর স্ট্রিট, সাধারণী প্রেসে শ্রীউমাচরণ চক্রবর্তী দ্বারা মু্দ্রিত ও প্রকাশিত। মূল্য ছিল ৩ টাকা।
পত্রিকাটির আয়ুষ্কাল ছিল মাত্র ৫ বৎসর। এর শেষ সংখ্যা ছিল '
ভাদ্র ১২৯৬'।
পত্রিকটির প্রথম সংখ্যার লেখকদের তালিকা দেখলে অনুমান করা যায়
যে, পত্রিকাটি কতটা উচ্চাঙ্গের ছিল। প্রথম সংখ্যার লেখকরা ছিলেন-

সূত্র :
-
বাংলা
সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)।
শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
বিশ্বভারতী। ১৯৬৪।