ন‌ওরোজ পত্রিকা
ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলায় কলকাতা থেকে বাংলা ভাষায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা।

১৯২৭ খ্রিষ্টাব্দের মে মাসে কবি বেনজীর আহমেদ 'নওরোজ' নামে একটি মাসিক পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল  জুন মাসে। পত্রিকাটির মুদ্রাকর ও প্রকাশক ছিলেন আফজাল-উল হক। এর কার্যালয় ছিল '৪০ বি মেছুয়া বাজার স্ট্রিট, কলকাতা'।

কাজী নজরুল ইসলাম আর্থিক সংকটের কারণে ১২৫ টাকা সম্মানীতে এই পত্রিকায় যোগ দিয়েছিলেন। ৫টি সংখ্যা প্রকাশের পর, পুলিশী হাঙ্গামায় ১৯২৭ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।

এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল নজরুলের রচিত 'ঝিলিমিলি' ও 'সারাব্রিজ' নাটক। এছাড়া তাঁর কুহেলিকা উপন্যাসের প্রথমাংশ প্রকাশিত হয়েছিল।