অনুবাদিকা
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা।

১৮৩১ খ্রিষ্টাব্দের আগষ্ট মাসে এই সাপ্তাহিক পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির সম্পাদক ছিলেন ভোলানাথ সেন। উল্লেখ্য স্বত্বাধিকারী প্রসন্নকুমার
'reformer' নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করতেন। এই পত্রিকার প্রবন্ধাদির বাংলা অনুবাদই ছিল 'অনুবাদিকা' পত্রিকার প্রধান রচনা। এর বাইরে কিছু স্বতন্ত্র বাংলা রচনাও প্রকাশিত হতো। প্রকাশের অল্প কিছুদিন পর পত্রিকাটি বন্ধ হয়ে গিয়েছিল।


সূত্র :