পশ্বাবলী
বাংলা ভাষায় প্রকাশিত মাসিক পত্রিকা। 

কলকাতা স্কুলবুক সোসাইটির তত্ত্বাবধানে এই মাসিক পত্রিকাটি প্রকাশনা শুরু হয় ১৮২২ খ্রিষ্টাব্দের ২২শে ফেব্রুয়ারি থেকে। এর প্রতি সংখ্যায় থাকতো একটি প্রাণীর বিবরণ। পত্রিকার প্রথম পৃষ্ঠায় থাকতো ওই প্রাণীর কাঠখোদাই চিত্র। এই পত্রিকার বিষয় সংকলন করতেন পাদরি লসন এবং অনুবাদ করতেন ডব্লিউ, এইচ পীয়ার্স। এর কাঠ খোদাইয়ের কাজ করতে লসন। ১৮২৭ খ্রিষ্টাব্দের দিকে লসনের মৃত্যু হলে, পশ্বাবলী ছয় সংখ্যার পর বন্ধ হয়ে যায়। এরপর দ্বিতীয় পর্যায়ে পশ্বাবলী প্রকাশিত হয়েছিল হিন্দু কলেজের শিক্ষক রামচন্দ্র মিত্রের সম্পাদনায়। তিনি মোট ১৬টি সংখ্যা প্রকাশ করেছিলেন। পরে এই পত্রিকাটি বন্ধ হয়ে যায়।


সূত্র :
  • বাংলা সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)। শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী। ১৯৬৪।