সমাচার সভারাজেন্দ্র
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত দ্বিভাষিক সাপ্তাহিক বাংলা-ফার্সি পত্রিকা।

১৮৩১ খ্রিষ্টাব্দের ৭ই মার্চ (২৫ ফাল্গুন ১২৩৭ বঙ্গাব্দ)  প্রথম প্রকাশিত হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন শেখ আলীমুল্লাহ। পত্রিকাটি প্রকাশিত হতো কলকাতার কালিঙ্গা রোড থেকে। অল্প কিছুদিন চলার পর পত্রিকাটি অর্থাভাবে বন্ধ হয়ে গিয়েছিল। উল্লেখ্য এর আগে রাজা রামমোহন  রায় ফার্সি ভাষায় 'আখবার' নামে একটি পত্রিকা প্রকাশ করেছিলেন। এই বিচারে 'সমাচারে সভা রাজেন্দ্র' ছিল বঙ্গদেশে ফার্সি সংশ্রবের দ্বিতীয় পত্রিকা।
 


সূত্র :