সম্বাদ কৌমুদী

খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা। তারাচাঁদ দত্ত ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়-এর তত্ত্বাবধানে এই পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল ১৮২১ খ্রিষ্টাব্দের ৪ঠা ডিসেম্বর। এই পত্রিকার শিরোদেশে থাকতো

দর্পণে বদনং ভাতি দীপেন নিকটস্থিতং ।
রবিন ভুবনং তপ্তং কৌমুদ্যা শীতলং জগৎ

পত্রিকাটি প্রকাশিত হতো প্রতি মঙ্গলবার। পৃষ্ঠা সংখ্যা ছিল ৮।

এর প্রথম ১৩টি সংখ্যা প্রকাশিত হয়েছিল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়-এর তত্ত্বাবধানে। এরপর পত্রিকাটির সম্পাদক হন তারাচাঁদ দত্তের পুত্র হরিহর দত্ত। ১৮২২ খ্রিষ্টাব্দের মে মাসে তিনি স্বেচ্ছা-অবসর নিলে, পত্রিকার সম্পাদক হন গোবিন্দচন্দ্র কোঙার। এরপর কয়েক মাস পত্রিকাটি বন্ধ থাকে। ১৮২৩ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে পত্রিকাটি পুনরায় আনন্দচন্দ্র মুখোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হতে থাকে। ১৮৩০ খ্রিষ্টাব্দের শুরুর দিকে পত্রিকাটি সপ্তাহে দুই বার প্রকাশিত হতো। এই সময়ের ভিতরে হলধর বসু ও রাধাপ্রসাদ রায় কিছুদিনের জন্য পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। 

এই পত্রিকায় হিন্দু ধর্মের প্রচলিত প্রথার বিরুদ্ধে লেখা প্রচারের জন্য এর গ্রাহক সংখ্যা কমে যায়। এর সাথে সহমরণ প্রথার বিরুদ্ধে তীব্রভাবে লেখা প্রকাশের কারণে, পত্রিকাটির জনপ্রিয়তা বেশ নিচে নেমে যায়। শেষ পর্যন্ত এই পত্রিকটি চিরতরে বন্ধ হয়ে যায়।


সূত্র :

  • বাংলা সাময়িক সাহিত্য (১৮১৮-১৮৬৭)। শ্রীব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতী। ১৯৬৪।