সম্বাদ তিমিরনাশক

খ্রিষ্টীয় ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা।

১২৩০ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর ১৮২৩) এই সাপ্তাহিক পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। হিন্দুধর্মের প্রচলিত প্রথা, আচার ইত্যাদির প্রচারণায় এই পত্রিকা প্রবলভাবে উঠে পড়ে লেগেছিল। এর ফলে রক্ষণশীল হিন্দু সমাজে প্রচুর জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়। এই কারণে ১২৩৭ খ্রিষ্টাব্দে প্রতি সপ্তাহে দুই বার প্রকাশের ব্যবস্থা করা হয়।

ক্রমে ক্রমে এই পত্রিকাটি ধর্মীয় উদ্দীপনায়, উদার পন্থীদের উপর গালগালিজ বর্ষণ করতে থাকে। শেষ পর্যন্ত ১৮২৩ খ্রিষ্টাব্দের মুদ্রণ আইনের দ্বারা এই পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়।


সূত্র :