সংবাদ রত্নাবলী
ঊনবিংশ শতাব্দীতে প্রকাশিত সাপ্তাহিক সংবাদ পত্র।

১৮৩২ খ্রিষ্টাব্দের ২৪ জুলাই থেকে এই পত্রিকাটির প্রকাশনা শুরু হয়েছিল। পত্রিকটি মুদ্রিত হতো মেছুয়াবাজার বড়তলা লেনের রত্নাবলী প্রেস থেকে। পত্রিকাটিতে সম্পাদকের নাম থাকতো মহেশচন্দ্র পাল। প্রকৃতপক্ষে পত্রিকাটির সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত।

ঈশ্বরচন্দ্র গুপ্ত 'সংবাদ রত্নাবলী'র জন্য সময় দিতে না পারায়, কিছুদিন পর পত্রিকটি বন্ধ হওয়ার উপক্রম হয়। এই সময় পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন, রংপুর ভূম্যধিকারী সভার প্রাক্তন সম্পাদক রাজনারায়ণ ভট্টাচার্য। তারপরেও একবৎসর আট মাস তিন দিন পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়।

এরপর ১৮৪৫ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর (১ অগ্রহায়ণ ১২৫২ বঙ্গাব্দ) থেকে পত্রিকটি পুনরায় প্রকাশিত হওয়া শুরু করে। এবারে সম্পাদকের দায়িত্ব নেন ব্রজমোহন চক্রবর্তী। এই পত্রিকটি শেষ পর্যন্ত প্রকাশিত হয়েছিল তা সুনির্ষ্টভাবে জানা যায় নি।

সূত্র :