ঙ্গীত প্রকাশিকা
সঙ্গীতবিষয়ক মাসিক পত্রিকা।

এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল আশ্বিন ১৩০৮ বঙ্গাব্দ (
১৯০১ খ্রিষ্টাব্দ)। পত্রিকাটির সম্পাদক ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মূলত 'ভারত সঙ্গীত সমাজ'-এর মুখপত্র হিসেবে 'সঙ্গীত প্রকাশিকা' নামক পত্রিকাটি তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়

পত্রিকার আখ্যানপত্রে লেখা থাকতো- 'শ্রীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সম্পাদিত ও সঙ্গীত সমাজ কর্তৃক প্রকাশিত'। পত্রিকাট মুদ্রিত হতো- আদি ব্রাহ্মসমাজ যন্ত্রে। মুদ্রাকর ছিলেন দেবেন্দ্রনাথ ভট্টাচার্য। মুদ্রকের ঠিকানা ছিলে ৫৫ নম্বর চিৎপুর রোড।

পত্রিকাটিতে স্বরলিপি-সহ নানা ধরনের সঙ্গীতবিষয়ক প্রবন্ধাদি প্রকাশিত হতো। পত্রিকার মূল্য তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল। স্থানীয় সঙ্গীত সমাজের জন্য বার্ষিক মূল্য ছিল ১ টাকা, মফসলবাসীদের জন্য ১ টাকা দুই আনা এবং এর বাইরের সাধারণ মানুষের জন্য মূল্য ছিল আড়াই টাকা।

 

পত্রিকাটি প্রায় দশ বছর চলার পর বন্ধ হয়ে গিয়েছিল।