উপাসনা পত্রিকা
বাংলা ভাষায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা। ১৩১১ বঙ্গাব্দ
(১৯০৪ খ্রিষ্টাব্দ) থেকে ১৩৩৯ বঙ্গাব্দের
পৌষ মাস পর্যন্ত পত্রিকাটি প্রকাশিত হয়েছিল।
১৩১১ বঙ্গাব্দে কলকাতা থেকে এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। পত্রিকাটির প্রথম
সম্পাদক ছিলেন চন্দ্রশেখর মুখোপাধ্যায়। প্রথম দিকে এই পত্রিকাটির স্বত্বাধিকার কে ছিলেন, তা জানা যায় নি।
তবে শেষের দিকে স্বত্বাধিকারী ছিলেন মহারাজ মণীন্দ্রচন্দ্র নন্দী কে.সি.আই.ই এবং
সম্পাদক রাধাকমল মুখোপাধ্যায়।পরিচালনার তত্ত্বাবধায়ক
ছিলেন উপাসনা সমিতির পক্ষে মুকুন্দলাল বসু বি.এ।
১৩১৯ বঙ্গাব্দে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন
যজ্ঞেশ্বর
বন্দ্যোপাধ্যায়। এরপর ১৩২৩
বঙ্গাব্দে সম্পাদনার দায়িত্ব নেন রাধাকমল মুখোপাধ্যায়।
১৩২৮ বঙ্গাব্দে সম্পাদক রাধাকমল মুখোপাধ্যায়ের সঙ্গে সহ-সম্পাদনায় নিযুক্ত হন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়।
এই সময় প্রকাশক ছিলেন ১১নং কলেজ স্কোয়ারে স্থিত ইণ্ডাস্ট্রিয়াল সিণ্ডিকেট।
পত্রিকাটির প্রতি সংখ্যার মূল্য ছিল পাঁচ আনা এবং বার্ষিক মূল্য তিন টাকা|
১৩২৯ বঙ্গাব্দের শ্রাবণ সংখ্যায় থেকে ইণ্ডাস্ট্রিয়াল সিণ্ডিকেটের ঠিকানা পরিবর্তন হয়েছিল।
নতুন ঠিকানা ছিল ৪৪ডি, পুলিশ হাসপাতাল রোড, ইন্টালী। এই সময়
মূল্য ঘোষিত হয়েছিল প্রতি সংখ্যা চার আনা ও বার্ষিক সডাক তিনটাকা।
কিছুদিন এইভাবে চলার পর ১৩৩৫
বঙ্গাব্দে পত্রিকার সম্পাদনার কাজ দেখাশোনা করেছেন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়।