লা-মাযাহাবি
ইসলাম ধর্মের সুন্নি   পন্থীদের  একটি শাখা। 
 ইসালাম ধর্মের সুন্নি পন্থীদের চারটি মাহযাব রয়েছে। এগুলো হলো- হানাফি, শাফেয়ি, 
মালিকি, ও হাম্বলি।   সুন্নি
পন্থীদের এই চার মাযহাবের বাইরের একটি বিশেষ দল হলো লা- মাযাহাবি। লা (নয়) মাযাহাবি, 
এই অর্থে এদেরকে বলা হয়- লা মাযাহাবি। তবে এঁরা নিজেদেরকে '
আহলে হাদীস' বা 'সালাফী' হিসেবে পরিচয় দেন।
এঁরা মনে করেন- প্রচলিত মাযহাবের পথে চলা সঠিক নয়। এঁদের এই মতের যথার্থতা নিয়ে 
বিতর্ক রয়েছে।