ফিফা
ফুটবল বিশ্বকাপ ২০১৪ (পুরুষ)
|
নেইমার ২০১৪ |
প্রথম খেলা
সময়: ১২ জুন ২০১, ১৭:০০ বাংলাদেশ সময় [রাত ৩টা]
দল : ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া [গ্রুপ এ]
স্থান: অ্যারেনা দি সাঁউ পাউলু স্টেডিয়াম, সাঁউ পাউলু।
ফলাফল:
- ব্রাজিল ৩ (নেইমার ২৯, ৭১' মিনিট,
অস্কার ৯০+১)
- ক্রোয়েশিয়া: ১ (ব্রাজিলের মার্সেলো
আত্মাঘাতি গোল করেন) [বিস্তারিত]
সংক্ষিপ্ত বিবরণ
- খেলার ১১ মিনিটে ব্রাজিলের মার্সোলোর
আত্মঘাতী গোলে ব্রাজিল পিছিয়ে পড়ে। ক্রোয়েশিয়ার ওলিচ ডিবক্সের বাম প্রান্ত থেকে
জেলাভিচের উদ্দেশ্যে পাস দেন। আর বিপদমুক্ত করতে গিয়ে মার্সেলো নিজেদের জালেই
বল জরিয়ে দেন।
- ২৯ মিনিটে, নেইমার মাটি কামড়ানো
কোণাকুণি শর্টে গোল করেন। অস্কারের পাস থেকে বল নিয়ে নেইমার অনেকদুর দৌড়ে গিয়ে
প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে গোলটি করেন।
- ক্রোয়েশিয়ার পেনাল্টি বক্সের ভিতরে
ক্রোয়েশিয়ার ডেজান লোভ্রেন, ব্রাজিলের খেলোয়ার ফ্রেডকে অবৈধভাবে বাধা দিতে গিয়ে
হলুদ কার্ড পায় এবং ব্রাজিল পেনাল্টি লাভ করে। ৭০ মিনিটে পেন্টাল্টি থেকে
নেইমার গোল করেন। এই পেনাল্টি যথাযথ ছিল না এমন অভিযোগ করেন ক্রোয়েশিয়ার কোচ।
- অতিরিক্ত সময়ে ৯০+১ মিনিটে অস্কার
ব্রাজিলের পক্ষে তৃতীয় গোল করেন।