ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ (পুরুষ)
 

দ্বিতীয় খেলা
খেলা ২:
সময়: ১৩ জুন ২০১৪, ১৩:০০ [বাংলাদেশ সময় রাত দশটা]
দল : মেক্সিকো বনাম ক্যামেরুন [গ্রুপ এ]
স্থান: অ্যারেনা দাস দুনাস স্টেডিয়াম, নাতাল 
ফলাফল:

সংক্ষিপ্ত বিবরণ
বিরতির আগ পর্যন্ত, মেক্সিকো দাপটের সাথে খেললেও কোনো গোল পায় নি। বিরতির আগে জিওভানি্ন দাস সন্তোস দুইবার গোল করে। কিন্তু দুবারই অফসাইডের কারণে তার গোল বাতিল করেন রেফারি। টিভি রিপ্লেতে দেখা যায়, দ্বিতীয় গোলটির সময় সন্তোষ অফসাইডে ছিলেন না। ৬১ মিনিটে সন্তোসের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে পা ছুঁইয়ে মেক্সিকোকে জয়সূচক গোলটি এনে দেন পেরালতা।

এছাড়া উল্লেখযোগ্য ঘটনা ছিল, মেক্সিকোর ডি বক্সের ভিতরে মারকেজের হাতে বল লাগলেও রেফারি পেনাল্টি দেন নি। অতিরিক্ত সময়ে মেক্সিকোর হার্নান্দেজ গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেন নি।