ফিফা
ফুটবল বিশ্বকাপ ২০১৪ (পুরুষ)
তৃতীয়
খেলা
সময়: ১৩ জুন ২০১৪, ১৬:০০
দল : স্পেন বনাম নেদারল্যান্ড [গ্রুপ বি]
স্থান: অ্যারেনা ফোন্তে নোভা স্টেডিয়াম, সালভাদোর
ফলাফল:
- নেদারল্যান্ড ৫ (নেইমার ২৯, ৭১' মিনিট,
অস্কার ৯০+১)
- স্পেন: ১ (ব্রাজিলের মার্সেলো
আত্মাঘাতি গোল করেন) [বিস্তারিত]
সংক্ষিপ্ত বিবরণ
- নেদারল্যান্ডের ডিবক্সে স্পেনের ডিয়েগো
কস্তাকে ফাউল করেন বেস্নইন্ড। এই সূত্রে রেফারি পেনাল্টি দেন । তবে রিপ্লে থেকে
মনে হয়েছে বেস্নইন্ডের পায়ে টোকা দিয়ে ইচ্ছে করে ডাইভ দিয়ে পেনাল্টি আদায়
করেছেন কস্তা। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জাবি আলন্সো।
- ৪৫ মিনিট নেদারল্যান্ডের বেস্নইন্ড-এর
ক্রস থেকে রবিন ফন পার্সি হেডের মাধ্যমে গোল করেন।
- ৫৩ মিনিটে নেদারল্যান্ডের বেস্নইন্ড-এর
ক্রস থেকে রবেন পার্সি দ্বিতীয় গোল করেন।
- ৬৪ মিনিটে নেদারল্যান্ডের স্নেইডারের
ফ্রিকিকে থেকে হেড করে গোল করেন ব্রিজ।
- ৭২ মিনিটে স্পেনের গোলরক্ষক ক্যাসিযাস
বল ধরতে ভুল করলে রবিন ফন পার্সি গোল করেন।
- ৮০ মিনিটে একটি ফিরতি আক্রমণ থেকে থেকে
আরেক গোল করে রবেন।
১৯৬৩ খ্রিষ্টাব্দে স্পেনকে ৬-২ গোলে হারিয়েছিল স্কটল্যান্ড। ৪১ বছর পর স্পেন
আবার কোনো ম্যাচে হারল ৪ গোলের ব্যবধানে। ২০১০ বিশ্বকাপের ফাইনালে
নেদারল্যান্ডকে স্পেন হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল। অনেকেই এবারের নেদারল্যান্ডের
এই জয়কে প্রতিশোধ হিসেবে দেখেছেন।