ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪ (পুরুষ)
 

ষষ্ঠ খেলা
সময়: ১৪ জুন ২০১৪, ১৯:০০
দল : জাপান বনাম কোৎ দিভোরিয়া (আইভরি কোস্ট) [গ্রুপ সি]

জাপান একাদশ
ইজি কাশিমা (১), আতসুতো উচিদা (২), ইউন্তু নাগাতোমো (৫), মাসাতো মরিশিগে (৬), মায়া ইয়োশিদা (২২), কেইসুক হোন্ডা (৪), শিনজি ওকাজাকি (৯), শিনজি কাগাওয়া (১০), হোতারু ইয়ামাগুচি (১৬), মাকোতো হাসেবে (১৭), ইউয়া ওসাকো (১৮)।
 

বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।

কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/298995.html#sthash.xYvm2dVQ.dpuf

 

আইভরি কোস্ট একাদশ
বুবাকার ব্যারি (১), আর্থার বোকা (৩), দিদিয়ার জোকোরা (৫), সের্গে অরিয়ার (১৭), বামবা সুলাইমান (২২), ইসমায়েল চেইক টিটো (৯), ইয়া তোরে (১৯), জিওফ্রে সেরে ডাই (২০), সলোমন কালু (৮), গারভিনহো (১০), উইলফ্রাইড বনি (১২)।
কোচ: লামুসি সাবর্ড়ি (ফ্রান্স)।

স্থান: এস্তাদিও ক্যাস্তেলাও, ফর্তালিজা
দর্শক সংখ্যা: ৫৮,৬৭৯
রেফারী: ফেলিক্স ব্রাইচ (জার্মানি)

 

ফলাফল:


সংক্ষিপ্ত বিবরণ:
খেলা শুরুর ১৬ মিনিটে কেউসুকে হোন্ডা গোল করে জাপানকে এগিয়ে দেয়। পরে ৬৪ মিনিটে উইলফ্রেড বোনি আর ৬৬ মিনিটে গার্ভিনহো গোল করে আইভরি কোস্টের জয় নিশ্চিত করেন।