ফুটবল-২০১৮
বিশ্বকাপ ফুটবল (পুরুষ)
২০১৮ খ্রিষ্টাব্দের বিশ্বকাপের ফুটবল |
১৯৭০ খ্রিষ্টাব্দে ফিফা বিশ্বকাপে ব্যবহৃত 'আডিডাস'-এর তাদের বলের সিরিজ নাম দেয় টেলস্টার (Telstar)। ইংরেজি টেলিভিশনের (Tel) এবং তারকা অর্থে (Star) শব্দদ্বয়ের সমন্বয়ে এই নাম গ্রহণ করা হয়েছিল। উল্লেখ্য, তৎকালীন সাদা-কালো টেলিভিশনে যাতে বলটি ভালোভাবে দেখা যায়, এই কারণে এর রঙ রাখা হয়েছিল- সাদাকালো। ১৯৭০ খ্রিষ্টাব্দের বলে ৩২টি টুকরো তথা প্যানেল ব্যবহার করা হয়েছিল। কিন্তু টেলস্টার ১৮ তে রয়েছে ৬টি টেক্সচার্ড প্যানেল রয়েছে। এই প্যানেলগুলো আঠা দিয়ে লাগানো।
এবারে এই বলে এনএফসি (‘নিয়ার ফিল্ড
কমিউনিকেশন’) প্রযুক্তির একটি চিপ লাগানো হয়ে। এই চিফ থেকে খেলোয়াড়রা কোনো
সুবিধা পাবেন না। ক্রেতারা যারা টেলস্টার ১৮ ক্রয় করবেন, তারা একটি স্মার্ট ফোন
ব্যবহার করে চিপের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন। সেই সাথে তাঁরা বলের চিফের
মাধ্যমে থেকেই তথ্যাদি সংগ্রহ করতে পারবেন।
২০১৭ খ্রিষ্টাব্দের ৯ই নভেন্বর এই বলটি উদ্বোবধন করেছিলেন আর্জেন্টিনার ফুটবল
খেলোয়ার 'লিওনেল মেসি'। এই উপস্থিত ছিলেন- বিভিন্ন বিশ্বকালপ বিজয়ী দলের সদস্য
হিসেবে- বিশ্বকাপের বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন- জিনেদিন জিদান, কাকা,
আলেসান্দ্রো দেল পিয়েরো, জাবি আলোনসো এবং লুকাস পোডলস্কি।
'টেলস্টার ১৮' বল আডিডাসের তত্ত্বাবধানে তৈরি করেছে- পাকিস্তানের শিয়ালকোটের ফরোয়ার্ড স্পার্টস কোম্পানি।