মাস্কট ২০১৮
বিশ্বকাপ ফুটবল (পুরুষ)

আদ্য পৃষ্ঠা

 


২০১৮ খ্রিষ্টাব্দের বিশ্বকাপ ফুটবলের মাস্কট

২০১৮ ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক মাস্কটের মূল প্রাণীটি ছিল একটি নেকড়ে। এই মাস্কটটির নাম দেওয়া হয়েছিল 'জাবিভাকা' (ZABIVAKA)। রুশ ভাষায় "জাবিভাকা" শব্দের অর্থ হচ্ছে ‘যিনি গোল করেন’।

জাবিভাকা-র গঠন ছিলো- মনুষ্যরূপী নেকড়ে। গায়ে ছিল বাদামী ও সাদা পশমের টি-শার্ট। টি-শার্টির বুকের উপরে লেখা ছিল
" RUSSIA/2018"। তবে সাদা, নীল এবং লাল টি- শার্ট এবং শর্টস সমন্বয় ছিল রাশিয়ান দলের জাতীয় ফুটবল দলের রং-এর অনুরূপ। চোখে ছিলে কমলা রঙের খেলাধুলার চশমা।

এই খেলার মাস্কট তৈরির প্রতিযোগিতায় অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই প্রতিযোগিতায় প্রধান তিনটি প্রাণী ছিল- বাঘ, বিড়াল এবং নেকড়ে। পরে ইন্টারনেটে প্রতিযোগিতাটি উন্মুক্ত করা হয়। ২০১৬ খ্রিষ্টাব্দের ২২ অক্টোবর এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়- চ্যানেল ওয়ান রাশিয়া এর ইভেনিং আরজেন্ট-এর মাধ্যমে। ফলাফলে দেখা যায়- ১০ লাখেরও বেশি ভোটদানকারীর মধ্যে ৫৩ শতাংশ বেছে নিয়েছেন নেকড়েরূপী ‘জাবিভাকা’কে। বাঘ পেয়েছে ২৭ শতাংশ ভোট, বিড়ালের ভোট ২০ শতাংশ। উল্লেখ্য, এই মাস্কটটির নকশা করেছিলেন- রুশ ছাত্রী একাতেরিনা বোচারোভা।