জুলে রিমে ট্রফি
Federation Internationale de Football Association। সংক্ষেপে FIFA(ফিফা) কর্তৃক প্রবর্তিত পুরুষদের জন্য বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার জন্য নির্ধারিত ট্রফি। ১৯৩০ থেকে ১৯৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বিশ্বকাপ বিজয়ী দলকে এই ট্রফি প্রদান করা হতো।
১৯৩০ খ্রিষ্টাব্দে পুরুষদের বিশ্বকাপ ফুটবলের জন্য FIFA World Cup Trophy (ফিফা বিশ্বকাপ ট্রফি) নির্ধারণ করা হয়। এর মূল নাম ছিল 'ভিক্টোরি'। তবে সাধরণভাবে একে বলা হতো 'বিশ্বকাপ'। ফরাসি ভাষায় এর নাম ছিল 'কোউপ ডু মোন্ড' (Coupe du Monde)। ১৯৪৬ খ্রিষ্টাব্দে ফিফার সাবেক সভাপতি জুলে রিমের স্মরণে এর নামকরণ করা হয় 'জুলে রিমে ট্রফি'।
১৯৩৮ সালের বিশ্বকাপ জয়ী ইতালী দলের কাছে এই
ট্রফিটি ছিল। বিশ্বযুদ্বের সময় ট্রফিটিকে রক্ষা করার জন্য ফিফার সহ-সভাপতি ও
এফআইজিসি-এর সভাপতি ইতালীর অধিবাসী অট্টোরিনো বারাস্সি ব্যাংক থেকে তুলে রোমে নিয়ে
যান এবং একটি জুতার বাক্সের ভেতরে ভরে তার নিজের বিছানার নিচে লুকিয়ে রাখেন।
ইংল্যান্ডে অনুষ্ঠিত ১৯৬৬ খ্রিষ্টাব্দে বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের চার মাস আগে
১৯৬৬ খ্রিষ্টাব্দের ২০শে মার্চ তারিখ ওয়েস্টমিনিস্টার সেন্ট্রাল হলে আয়োজিত একটি
উন্মুক্ত প্রদর্শনী থেকে ট্রফিটি চুরি হয়ে যায়। সাতদিন পর খবরের কাগজে মোড়ানো
অবস্থায় এটি পিকেল্স নামক একটি কুকুর দক্ষিণ লন্ডনের আপার নরউড অঞ্চলের শহরতলীর
বাগানের পার্শ্বস্থ এলাকা থেকে উদ্ধার করে।
শর্ত ছিল তিন বার বিশ্বকাপ বিজয়ী দলকে এই ট্রফি চিরতরে দিয়ে দেওয়া হবে। তাই ১৯৭০
খ্রিষ্টাব্দে ব্রাজিল তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয় করার পর এটি তাদেরকে
স্থায়ীভাবে দিয়ে দেয়া হয়। এই ট্রফিটি ব্রাজিলের রিও ডি জেনিরো-তে অবস্থিত
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে রক্ষিত আছে। নিরাপত্তার জন্য এর
সম্মুখভাগ বুলেট প্রুফ কাচ দ্বারা আবরিত করে রাখা হয়েছে।
১৯৮৩ খ্রিষ্টাব্দে এই ট্রফির বাক্সের কাঠের অংশটি ভেঙ্গে কাপটি চুরি করে নিয়ে যায়।
এখন পর্যন্ত মূল ট্রফিটি আর পাওয়া যায় নি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন তাদের
নিজেদের জন্য ইস্টম্যান কোডাক-কে দিয়ে ১.৮৮ কেজি (৩.৯৭ পা.) স্বর্ণ দ্বারা একটি
অবিকল নকল কাপ তৈরি করে। ব্রাজিলের রাষ্ট্রপতিকে ১৯৮৪ খ্রিষ্টাব্দে একটি অবিকল নকল
কাপ উপহার দেয়া হয়।
সূত্র :