পাইওনিয়ার রেকর্ড
বিংশ শতাব্দীর প্রথমার্থে কলকাতা থেকে প্রকাশিত রেকর্ড।
'পাইওনিয়ার রেকর্ডর্স এন্ড মিউজিক্যাল ভ্যারাইটিস'-নামক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান
এই রেকর্ড প্রকাশ করেছিল। এই কোম্পানির অফিস ছিল কলকাতার ৪৪ চিত্তরঞ্জন এ্যাভিনিউ।
এরা মূলত গ্রামোফোন যন্ত্র এবং গ্রামোফোন পিন বিক্রয় করতো। এরপর এরা পাইওনিয়ার নামে
রেকর্ড প্রকাশ করা শুরু করে। তবে কবে এই রেকর্ড প্রথম প্রকাশিত হয়েছিল, তা জানা যায়
না। বিভিন্ন রেকর্ড তালিকা অনুসারে ধারণা করা হয়, এদের প্রথম রেকর্ড প্রকাশিত
হয়েছিল ১৯৩৭-৩৮ খ্রিষ্টাব্দের দিকে। ১৯৪২ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই রেকর্ড প্রকাশিত
হয়েছিল।
সূত্র:
বাঙালির কলের গান/আবুল আহসান চৌধুরী। বেঙ্গল পাবলিকেশান্স লিমিটেড। নভেম্বর ২০১২।