শাহানশাহ রেকর্ড
বিংশ শতাব্দীর প্রথমার্থে কলকাতা থেকে প্রকাশিত রেকর্ড।

১৯২৫-২৬ খ্রিষ্টাব্দের দিকে মীনা পেশোয়ারী নামে এক অবাঙালি মুসলমান ব্যবসায়ী 'শাহানশাহ্ রেকর্ড কোম্পানি' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। মীনা পেশোয়ারী শোভাবাজারস্থ তাঁর নিজ বাসস্থান ছিল এই কোম্পানির অফিস ও গানের মহড়ার স্থান। এই রেকর্ডের নাম ছিল 'শাহানশাহ্'। এই রেকর্ডে রাইচাঁদ বড়ালের তবলা বাদন প্রকাশিত হয়েছিল। ১৯৩৩ খ্রিষ্টাব্দে (১৩০৪ বঙ্গাব্দ) এই রেকর্ডে পঙ্কজ মল্লিক দুটি নজরুল সঙ্গীত গেয়েছিলেন। গান দুটি হলো 'আমার নয়নে নয়ন রাখিয়া' 'তোমার আকাশে উঠেছিনু চাঁদ'। রেকর্ড নম্বর ছিল ১৪০৩। এই কোম্পানি কবে বন্ধ হয়ে গিয়েছিল তা সুনির্দিষ্টভাবে জানা যায় নি।



সূত্র: