চাকমা ভাষা

পরিবার : ইন্দো-ইউপরোপীয়
উপ-পরিবার : ইন্দো-ইরানীয়
গোষ্ঠী : ভারতীয়-আর্য
উপ-গোষ্ঠী : পূর্ব-শাখা
গোত্র : বাংলা-আসামী
ভাষা : চাকমা
আন্তর্জাতিক ভাষা সঙ্কেত :ISO/DIS 639-3: ccp

এই ভাষার অন্যান্য নাম :  টাকাম (Takam), চাকামা (Chakama), সাকমা (Tsakma), চাঙমা ভজ (Changma Vaj), চাঙমা কোধ (Changma Kodha)এর আন্তর্জাতিক ভাষা সঙ্কেত- ISO/DIS 639-3: ccp

এটি ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের পূর্বাঞ্চলীয় ভাষাসমূহের অন্তর্গত একটি ভাষা
এই ভাষাটি বাংলা এবং অসমিয়া ভাষার সাথে নিবিড়ভাবে সম্পর্কিতবিশেষ করে চট্টগ্রামের আঞ্চলিক বাংলা ভাষা দ্বারা বহুভাবে প্রভাবিত এই ভাষাভাষীদের বেশিরভাগ বাস করে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলাতেএছাড়া ভারতের মিজোরাম, ত্রিপুরা রাজ্যে, আসাম, মনিপুরী অঞ্চলে এদের বসবাস রয়েছে২০০০ সালের হিসাব অনুসারে এই ভাষার মোট জনসংখ্যা ছিল ৬১২,২০৭এর ভিতরে বাংলাদেশে বসবাস করে ৩১২,২০৭এদের বাকি জনসংখ্যা বসবাস করে ভারত এবং ভারতবর্ষের বাইরে।

চাঙমা ভজ-এর নিজস্ব বর্ণমালা ছিলবর্তমানে এই বর্ণের ব্যবহার অনেকাংশেই বিলুপ্ত হয়ে গেছেবর্তমানে ইউনিভার্সল ক্যারেক্টার সেট হিসাবে চাকমা বর্ণামালার যে সকল চিহ্নকে প্রস্তাবাকারে পেশ করা হয়েছে, তার নমুনা তুলে ধরা হলো
 

পরাশ্রায়ী ও স্বরবর্ণ

 

কার চিহ্ন

 

ব্যঞ্জনবর্ণ

 

অঙ্কবাচক চিহ্ন

 

অন্যান্য চিহ্ন