যন্ত্রণাময়তা
আবেগানুভূতির একটি বিশেষ দশা, যা মনকে বেদনা দেয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {যন্ত্রণাময়তা | আবেগানুভূত| দশা | সত্তাগুণ | বিমূর্তন | বিমূর্ত-সত্তা | সত্তা |
ইংরেজি:
pain, painfulness

ব্যাখ্যা: মানুষের আবেগানুভূতি থেকে জন্ম নেয় নানা ধরনের অনুভূতি। এর একটি হলো- যন্ত্রণাদায়ক অনুভূতি। এর দশাগত নাম যন্ত্রণাময়তা। এই দশা থেকে জন্ম হয় দুঃখ।