ল্যাঙ্ঘিয়ান আমল
Langhian age

.৫৯৭-১.৩৮২ কোটি খ্রিষ্টপূর্বাব্দ

এটি িয়োসিন অন্তঃযুগের যুগের তৃতীয় আমল  ১ কোটি ৫৯ লক্ষ ৭০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই আমলের সূচনা হয়েছিল এবং ১ কোটি ৩৮ লক্ষ ২০ হাজার খ্রিষ্টপূর্বাব্দে এই আমল শেষ হয়েছিল। উত্তর ইতালির Langhe এলাকার নাম থেকে এই আমলের নামকরণ করা হয়েছে। ১৮৬৫ খ্রিষ্টাব্দে এই আমলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করেছিলেন Lorenzo Pareto। এই আমলের পরে শুরু হয়েছিল সেরাভালিয়ান আমল
 


সূত্র