লক্ষ্মণাব্দ

মিথিলা এবং বাংলাদেশে এক সময়ে প্রচলিত একটি অব্দ।
এর সংক্ষিপ্ত রূপ হলো ল.সং (লক্ষ্মণ সংবৎ)। বর্তমানে মিথিলাতে এই অব্দ প্রচলিত আছে। মিথিলার আধুনিক পঞ্জিকানুসারে খ্রিষ্টাব্দ থেকে ১১০৮ বিয়োগ করলে ল.সং পাওয়া যায়। এই বিচারে ২০০৮ খ্রিষ্টাব্দের সময় ছিল ৯০০ল.সং। 

প্রকৃত লক্ষ্মণাব্দের শুরুর সময় নিয়ে নানা ধরনের বিতর্ক আছে। আবুল ফজল তাঁর আকবরনামা গ্রন্থে লিখেছেন 'বঙ্গে লছমন সেনের রাজ্য-প্রাপ্তির প্রারম্ভ থেকে সংবৎ গণনা করা হচ্ছে। সে সময় থেকে এখন পর্যন্ত ৪৬৫ বৎসর হয়েছে'। কিন্তু সিদ্ধান্তই নির্ভুলরূপে প্রতীয়মান হয় নি।

১৮৯০ খ্রিষ্টাব্দে কীলহর্ন নামক জনৈক গবেষক তাঁর গবেষণা পত্রে অভিমত দেন যে ১১১৯ খ্রিষ্টাব্দের অক্টোবর মাস থেকে লসং শুরু হয়েছিল। কীলহর্নের সিদ্ধান্ত অনুসারে প্রত্যেক লসং-এর প্রথম তিন মাসে গ্রেগোরিয়ান পঞ্জিকার সাথে পার্থক্য হবে ১১১৯ বৎসর, কিন্তু শেষের ৯ মাসের সাথে পার্থক্য হবে ১১২০ বৎসর। পরে প্রমথনাথ মিশ্র তাঁর এই গণনাকে ত্রুটিযুক্ত বলে সিদ্ধান্ত দেন। এরপর জয়সোয়াল, ডঃ রমেশচন্দ্র মজুমদার প্রমুখ প্রত্যেক্যেই নিজ নিজ মতামত দিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছেন।

লক্ষ্মণাব্দে র মাসগুলোর নাম বাংলা মাসের মতই, তবে মাসের দিন সংখ্যা এবং বৎসরে মাসের অবস্থান বাংলার মতো ছিল না।


সূত্র: