মিশরীয়
পঞ্জিকা
প্রাচীন মিশরে প্রচলিত পঞ্জিকা।
আনুমানিক খ্রিষ্টপূর্ব ৩০০০
অব্দের দিকে মিশরে একটি সৌর পঞ্জিকা প্রচলিত ছিল। কেউ কেউ মনে করেন এই অব্দের বয়স
আরো পুরানো।
এই অব্দের দিন সংখ্যা ছিল ৩৬০। বৎসর
শেষে অতিরিক্ত ৫ দিন যুক্ত করে ৩৬৫ দিন করা হতো। এছাড়া চার বছর শেষে ১ দিন যুক্ত
করা হতো। এই
বৎসরের সময় এককগুলো ছিল-
৩০ দিন= ১ মাস
৩ মাস = ১ ঋতু
৪ ঋতু = ১ বৎসর
এই সৌর বৎসরের ঋতুগুলোর নাম ছিল, কিন্তু মাসের
কোন পৃথক নাম ছিল না। প্রতিটি মাস ঋতুর সাথে তিনটি সংখ্যামান দ্বারা প্রকাশ কর হতো।
উল্লেখ্য ঋতু তিনটির নামানুসারে মাসগুলোর নাম ছিল-
ঋতু নাম | মাসের নাম | |
অখেদ (Akhet), ফসল বপন | অখেদ প্রথম | |
অখেদ দ্বিতীয় | ||
অখেদ তৃতীয় | ||
অখেদ চতুর্থ | ||
পেরেত (Peret), ফসল উৎপন্ন, শীতকাল | পেরেত প্রথম | |
পেরেত দ্বিতীয় | ||
পেরেত তৃতীয় | ||
পেরেত চতুর্থ | ||
শেমু (Shemu), ফসল উত্তোলন, গ্রীষ্মকাল | শেমু প্রথম | |
শেমু দ্বিতীয় | ||
শেমু তৃতীয় | ||
শেমু চতুর্থ |
মিশরে লুব্ধক নক্ষত্রের উদ্য়-অস্তের বিচারে এরও একটি পঞ্জিকা ছিল। এই পঞ্জিকাটির নাম ছিল লুব্ধক পঞ্জিকা।