পাদ
ভারতীয় যোগশাস্ত্রে বর্ণিত সূত্রসমূহের একটি শ্রেণি বিশেষ।
পতঞ্জলি যোগ সূত্রগুলোকে
চারটি পাদে বিভক্ত করেছিলেন। এই পাদগুলো হলো—
যোগপাদ, সাধনপাদ,
বিভূতিপাদ ও কৈবল্যপাদ।
সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক
http://horoppayoga.wordpress.com/2010/01/06/yoga-eight-limbs-of-patanjali/