সুখাসন
সুখ শব্দের সাধারণ অর্থগুলো হলো- হর্ষ, নন্দ, প্রীতি, স্বাচ্ছন্দ্য, স্বস্তি, তৃপ্তি ইত্যাদি। স্বাচ্ছন্দ্য থাকা যায় এমন ভাবগত অর্থ থেকে এই আসনের নামকরণ করা হয়েছে সুখাসন (সুখ + আসন)।

পদ্ধতি
১. কোন সমতল স্থানে, মেরুদণ্ড সোজা করে, দুই পা ছড়িয়ে বসুন।
২. এবার ডান পা ভাঁজ করে বাম উরুর দিকে নিয়ে আসুন।
৩. বাম পা ভাঁজ করে ভাঁজ করা ডান পায়ের নিচ দিয়ে বাম উরুর কাছে আনুন। সাধারণত এই ধরনের বসাকে বাবু হয়ে বসা বলা হয়।
৪. এবার ডান হাত ডান হাঁটুর উপর এবং বাম হাত বাম হাঁটুর উপরে রাখুন। এক্ষেত্রে হাতের তালু থাকবে হাঁটুর দিকে ফেরানো এবং আঙুলগুলো হাঁটুর উপর ছড়ানো থাকবে।
৫. শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে ১ মিনিট অবস্থান করুন। তারপর পা বদল করে আসনটি করুন।
৬. সবশেষে আসন ত্যাগ করে শবাসনে ১ মিনিট বিশ্রাম নিন। এরপর পুরো আসনটি আরও দুই বার করুন।

উপকারিতা
১. পায়ের পেশী সবল হয়।
২. হাঁটুর নমনীয়তা বাড়ে। ফলে হাঁটু মুড়ে যাঁরা বসতে কষ্ট পান, তাঁদের অসুবিধা দূর হবে। এছাড়া হাঁটুর ব্যথাও দূর হয়।
৩ যৌনাঙ্গ সবল হয়।


সূত্র :
যোগাসনে রোগ আরোগ্য
। ডঃ রমেন মজুমদার
রোগারোগ্যে যোগব্যায়াম। কানাইলাল সাহা
যোগ সন্দর্শন। ডাঃ দিব্যসুন্দর দাস
যোগ ব্যায়াম। সবিতা মল্লিক
http://horoppayoga.wordpress.com/