Scientific
classification |
প্রভাতি বাদুর
ইংরেজি নাম :
Cave Nectar Bat, Dawn Bat, Common Dawn
Bat, Common Nectar Bat and Lesser Dawn Bat
বৈজ্ঞানিক নাম :
Eonycteris spelaea
এরা দক্ষিণ-পূর্ব এশিয়ার আদিবাসী। এদের দেখা যায় পূর্ব-ভারত, বাংলাদেশ, চীন, ফিলিপাইন,
মায়ানমার, মালোয়েশিয়া, ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, বোর্নিও ইত্যাদি অঞ্চলের অরণ্যঘেরা
পাহাড়ি গুহাসমূহে। বাংলাদেশের কক্সবাজার জেলার
কুদুম গুহাতে এর এই বাদুর রয়েছে। এই বাদুরকে বাংলাদেশের বিরল প্রজাতি হিসাবে বিবেচনা করা
হয়।
এদের আকার বেশ ছোটো। এই কারণে একে অনেকে চামচিকা হিসাবে ভুল করে থাকেন। এরা মাথা এবং শরীর মিলে লম্বায় ৯.৬ সেন্টিমিটার। গড় ওজন প্রায় ৫৪ গ্রাম। বাহুর বিস্তার ৬.২৫ সেন্টিমিটার। গায়ের রঙ ধূসর-বাদামি। মুখের চোয়াল বেশ লম্বা। কান বেশ খাঁড়া এবং শব্দগ্রহণের জন্য কানকে ঘুরাতে পারে।
এরা দিনের বেলায় অন্ধকার গুহায় বাস করে। রাতের বেলায় এরা বনভূমিতে খাদ্যের জন্য উড়ে বেড়ায়। এদের প্রধান খাদ্য ফুলের মধু ও পরাগরেণু। এরা গভীর অরণ্যের বহু গাছের পরাগায়ণে সহায়তা করে। কোনো গাছের ফল খেয়ে বীচি মাটিতে ফেলে এবং এই পদ্ধতিতে উদ্ভিদের বংশ বিস্তারে সহায়তা করে থাকে। খাদ্যের সন্ধানে এরা অরণ্যের বিস্তৃর্ণ জুড়ে ঘুরে বেড়ায়।
এদের প্রজননের কোনো সুনির্দিষ্ট প্রকৃতি
নেই। বৎসরের যে কোনো সময় স্ত্রী প্রভাতি বাদুর গর্ভধারণ করে। অঞ্চলভেদে এদের
গর্ভধারণকালের হেরফের দেখা যায়। মালোয়েশিয়ার এই বাদুর ১৮০ থেকে ২০০ দিন গর্ভধারণের
পর শাবক প্রসব করে। পক্ষান্তরে ভারত বা বাংলাদেশের বাদুরগুলো ১২০ থেকে ১৩০ দিন
গর্ভধারণের পর শাবক প্রসব করে।
এরা মূলত দলবদ্ধভাবে গুহাতে বসবাস করে। এদের প্রধান শত্রু অজগর। এছাড়া অনেক অঞ্চলের
গাছপালা কেটে বসতি স্থাপন বা কৃষিজমির পত্তনের ফলে খাদ্যসঙ্কটে এই বাদুরের সংখ্যা
কমে যাচ্ছে।
সূত্র
http://en.wikipedia.org/wiki/Cave_Nectar_Bat
http://lazy-lizard-tales.blogspot.com/2009/06/blue-net-at-pulau-ubin-can-save-your.html