কুদুম গুহা

কক্সবাজার জেলার  অন্তর্গত টেকনাফ উপজেলার একটি প্রাকৃতিক গুহা। এই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাজার থেকে ৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে এই গুহা অবস্থিত। এটি মূলত বালু-মাটির তৈরি একটি প্রাকৃতিক গুহা।

এই গুহার প্রবেশমুখ প্রায় ১২ ফুট উঁচু। গুহার দেয়ালের গা বেয়ে চুইয়ে চুইয়ে অনবরত পানি ঝরে। এই কারণে সারা বছরই এর প্রবেশমুখ থেকে মধ্যভাগ পর্যন্ত পানি থাকে। প্রবেশ পথে প্রায় হাঁটু পানি থাকে। এর ভিতরে প্রবেশ করলে পানির গভীরতা বাড়ে। শুকনো মৌশুমে এর ভিতরে কোমর পানি থাকে। তবে বর্ষার সময় প্রায় গলা পানি হয়।

গুহার ভিতরে ছাদের অংশ বেশ প্রশস্ত, কিন্তু এর ভিতর ভাগ এতটাই অন্ধকারাচ্ছন্ন যে, জোরালো আলো ছাড়া এর কিছুই দেখা যায় না। গুহার ভিতরে রয়েছে প্রচুর চামচিকা এবং নানা প্রজাতির বাদুর। এর ভিতরে রয়েছে বিরল প্রজাতির ছোটো আকারের প্রভাতি বাদুর (Eonycteris spelaea)

গুহার স্বচ্ছ মিষ্টি পানিতে রয়েছে বড় বড় টাকি জাতীয় মাছ, কৈ, কাকিলা, তিনচোখা, ডানকিনে, কালো রঙের চিংড়ি, নানা রকমের ব্যাঙ, গুগলি আর শামুক। গুহার শুকনো অংশে রয়েছে নানা ধরনে মাকড়শা, উড়চুঙ্গা, গুবরেপোকা আর প্রচুর পিঁপড়া। স্থানীয় লোকদের মতে এখানে কিছু ছোট অজগর আছে। এই বিচারে গুহাটিকে একটি বিরল প্রজাতির প্রাণীর ছোটোখাটো চিড়িয়াখানা বলা যেতে পারে। অবশ্য এর কোনোটিই মানুষের জন্য ক্ষতিকারক নয়।


তথ্যসূত্র :
http://www.somewhereinblog.net/blog/Aranyananda/29043096

http://www.prothom-alo.com/detail/date/2012-08-30/news/284973