টেকনাফ
Teknaf


বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা। এটি আগে কক্সবাজার মহকুমার অন্তর্গত একটি থানা ছিল। ১৯৮৩ খ্রিষ্টাব্দে একে উপজেলায় উন্নীত করা হয়। উপজেলাটি মিয়ানমার ও বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত বরাবর প্রবাহিত নাফ নদীর তীরে অবস্থিত। এই নাফ নদী থেকে এই উপজেলার নামকরণ করা হয়েছে টেকনাফ।

 

ভৌগোলিক অবস্থান ২০.৮৬৬৭° উত্তর এবং ৯২.৩০০০° পূর্ব। এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ সীমান্ত উপজেলা। এর উত্তরে উখিয়া উপজেলা দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর এবং এর দীর্ঘ সাগরসৈকত, পূর্বে নাফ নদী এবং নদীর অপর পারে রয়েছে মিয়ানমার

 

কক্সবাজার সদর থেকে এর দূরত্ব ৮৬ কিলোমিটার। এর আয়তন ৩৮৮.৬৮ বর্গকিলোমিটার।

 

উপজেলা সদরে রয়েছে ৯টি ওয়ার্ড এবং ৯টি মহল্লা। এই উপজেলায় রয়েছে ৬টি ইউনিয়ন, ১২টি মৌজা এবং ১৩৩টি গ্রাম। ইউনিয়নগুলোর নাম হলো  বাহারছড়া, হ্নীলা, সেন্টমার্টিন, সাবরাং, টেকনাফ সদর, হোয়াইক্যং।

 

২০০১ খ্রিষ্টাব্দের লোক গণনা অনুসারে এই উপজেলার লোক সংখ্যা ২,০০,৬০৭ জন। এর ৫২.৪% পুরুষ এবং ৪৭.৬% নারী। জনসংখ্যার ৯৬.৯৩% মুসলমান, ১.১৯% হিন্দু, ১.৮% বৌদ্ধ, ০.০৮% অন্যান্য।

এই উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে রয়েছে একটি প্রাকৃতিক গুহা। এর নাম কুদুম গুহা

 

বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের মংডু সীমান্তের মধ্যে রয়েছে আন্তর্জাতিক নাফ নদী। এই সীমান্তে রয়েছে উভয় দেশের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের বাণিজ্য ও যোগাযোগ পথ। মূলত টেকনাফ বাংলাদেশের ক্ষুদ্র বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

 

এই উপজেলায় রয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ  সেন্টমার্টিন এবং বাংলাদেশের একমাত্র সংরক্ষিত বন (গেম রিজার্ভ)। এই বনভূমির মোট জায়গার পরিমাণ ১১,৬১৫ হেক্টর। ১৯৮৩ খ্রিষ্টাব্দে টেকনাফকে উপজেলায় রূপান্তরিত করার সময় এই সংরক্ষিত বনভূমি প্রতিষ্ঠা করা হয়। ২০০৪ সালে  বাংলাদেশের বন বিভাগের সঙ্গে এই বনভূমিকে যুক্ত করা হয়েছে। মুলত বন্য হাতি সংরক্ষণের জন্য এই বনভূমিকে সংরক্ষণ করা হয়েছে। মায়ানমার এবং বাংলাদেশের ভিতর এই বন্য হাতি বিচরণ করে। বন্য হাতি ছাড়া এই বনে রয়েছে ৫৫ প্রকার স্তন্যপায়ী, ৫৬ প্রকার সরীসৃপ, ১৩ প্রজাতির উভচর এবং ২৮৬ প্রজাতির পাখি। এই বনভূমিতে রয়েছে সরল মাটির পাহাড়ের শ্রেণি। এই পাহাড়শ্রেণির কোনো কোনো শৃঙ্গ প্রায় ৭০০ মিটার উঁচু।  বনে রয়েছে গর্জন, শাল, জলপাই,  ঝাউ, অশোক, চাপালিশ ইত্যাদি গাছ।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Teknaf_Upazila
http://www.banglapedia.org/httpdocs/HTB/101901.htm