|
সরীসৃপ
Reptillia
মেরুদণ্ডী প্রাণীর একটি
শ্রেণি।
Reptile শব্দের অর্থ
হলো- বুকে ভর করে চলা। এই অর্থে এই জাতীয় প্রাণী শ্রেণিগত নাম গৃহীত হয়েছে
reptilia
নামটি গৃহীত হয়েছে। ১৭৬৮
খ্রিষ্টাব্দে ইতালিতে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান বিজ্ঞানী লাউরেন্টি এই শ্রেণির
নামকরণ করেছিলেন।
এই শ্রেণীর প্রাণীর
ত্বক শুষ্ক ও আঁইশযুক্ত থাকে। সাধারণভাবে এই শ্রেণীর অন্তর্গত প্রাণীগুলোর মধ্যে,
আমাদের অতি পরিচিত প্রাণীগুলো হলো—
নানা রকমের সাপ,
কুমির,
টিকটিকি,
কচ্ছপ ইত্যাদি হিসাবে।
ক্রমবিবর্তনের ধারা
৩১.২ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
সোরোপ্সিডা থাকটি দুটি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল।
Laurin and Reisz (1995)
-এর শ্রেণিকরণ অনুসারে এই ভাগ দুটি হলো-
এরপর রেপ্টাইলিয়া থাক দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। এই ভাগ দুটি হলো-
সূত্র
:
ডাইনোপেডিয়া। কামরুল হায়দার। বলাকা বুকস ইন্টারন্যাশনাল। শ্রাবণ ১৪১২, জুলাই
২০০৫।