পোডিয়াটা
Podiata

ি একটি থাক বিশেষ। ২০১২ খ্রিষ্টাব্দে ক্যাভালিয়ের-স্মিথ এই থাকের নামকরণ করেছিলেন।
ইউক্যারিয়েটা জীবস্বক্ষেত্রের যে সকল জীবদেহে দুটি ক্ষণপদ উদ্ভব হয়েছিল, তাদেরকে বাইকোন্টা থাকের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এর বাইরের প্রজাতিকুলকে পোডিয়াটা থাকের অন্তর্ভুক্ত করা হয়েছিল। পোডিয়াটা জীবকুল থেকে উদ্ভব হয়েছিল একটি ক্ষণপদধারী ইউনিকোন্টা এবং ভারিসুকালা।

ক্রমবিবর্তনের ধারা
হৃয়াসিয়ান অধিযুগ (২৩০-২০০.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) হুরোনিয়ান বরফযুগের শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত হয়ে সু-প্রাণকেন্দ্রীয় কোষ  -যুক্ত জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে ইউক্যারিয়েটা জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন।

ক্যালিম্মিয়ান অধিযুগের (১৬০-১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ) শুরুর দিকে নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী প্রজাতি। এই সময়ে সাগরজলে ভাসমান ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ফ্লাজেলা তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে ফ্লাজেলা সংখ্যার উপর ভিত্তি করে জীবকুলকে দুটি থাকে ভাগ করেছেন। এই থাক দুটি  হলো-

গোড়ার দিকে পোডিয়াটাদের সকল প্রজাতিরই সবই একটি ফ্লাজেলা ছিল। পরে এদের কোনো প্রজাতির ফ্লাজেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই কারণে বর্তমানে এই থাকের কোনো কোনো প্রজাতির দেহে ফ্লাজেলা দেখা যায় না।

১৪০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
একটি ফ্লাজেলা বিশিষ্ট পোডিয়াটা জীবকুল থেকে উদ্ভব হয়েছিল ইউনিকোন্টা এবং ভারিসুকালা।


সূত্র: