|
ইউনিকোন্টা
Unikonta
জীববিজ্ঞানের
একটি থাক বিশেষ। এর অন্য নাম
এ্যামোর্ফিয়া (Amorphea)।
ল্যাটিন উনাস (unus,
এক)
এবং গ্রিক কিনো
(κινώ, চলন) শব্দদ্বয়ের সমন্বয়ে ইউনিকোন্টা শব্দটি গঠিত হয়েছে। ২০১২
খ্রিষ্টাব্দে ক্যাভালিয়ের-স্মিথ এই থাকের নামকরণ করেছিলেন।
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্রের যে সকল জীবদেহে চলাচলের জন্য ১টি ক্ষণপদ উদ্ভব হয়েছিল, তাদেরকে প্রাথমিকভাবে
পোডিয়াটা
থাকের
অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে এই থাককে বাইরের প্রজাতিকুলকে বাইকোন্টা থাকের অন্তর্ভুক্ত
করা হয়েছিল। আরও পরে
পোডিয়াটা জীবকুল থেকে উদ্ভব
হয়েছিল সুস্পষ্টভাবে একটি ক্ষণপদধারী ইউনিকোন্টা এবং ভারিসুকালা।
ক্রমবিবর্তনের ধারা
হৃয়াসিয়ান অধিযুগে (২৩০-২০০.৫
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
হুরোনিয়ান বরফযুগের
শেষ হয়। ২১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে
আদি জীবকণিকাগুলোর একটি অংশ বিবর্তিত
হয়ে
সু-প্রাণকেন্দ্রীয় কোষ -যুক্ত
জীবে পরিণত হয়। উল্লেখ্য, বিজ্ঞানীরা এই আদি জীবকুলকে
ইউক্যারিয়েটা
জীবস্বক্ষেত্র হিসেবে অভিহিত করে থাকেন।
ক্যালিম্মিয়ান অধিযুগে (১৬০-১৪০
কোটি খ্রিষ্টপূর্বাব্দ)
নিউক্লয়াসযুক্ত জটিল কোষযুক্ত
জীবের আবির্ভাব ঘটে। এদের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিল বহু ইউক্যারিয়েটিক এককোষী
প্রজাতি। এই সময়ে আবিরভূত হয়েছিল
Tappania plana নামক
ইউক্যারিয়েটিক স্বক্ষেত্রের প্রজাতি। উল্লেখ্য এই প্রজাতির জীবাশ্মের বয়স ধরা হয়েছ
১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
সাগরজলে ভাসমান ইউক্যারিয়োটা স্বক্ষেত্রের জীবকুলের জন্য চলাচল, পরিবেশগত সঙ্কেত গ্রহণ এবং খাদ্যকে আকর্ষণ করাটা জরুরি হয়ে পড়েছিল। এই সূত্রে এদের দেহে ক্ষণপদ তৈরির ক্ষমতা সৃষ্টি হয়েছিল। বিজ্ঞানীরা এক্ষেত্রে ক্ষণপদের সংখ্যার উপর ভিত্তি করে প্রাণিকুলকে ভাগে ভাগ করেছেন। এই ভাগ দুটি হলো-
গোড়ার দিকে পোডিয়াটাদের
সকল প্রজাতিরই সবই একটি
ফ্লাজেলা
ছিল। পরে এদের কোনো প্রজাতির ফ্লাজেলা বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই কারণে বর্তমানে এই
থাকের কোনো কোনো প্রজাতির দেহে ফ্লাজেলা দেখা যায় না।
১৪০ কোটি
খ্রিষ্টপূর্বাব্দের দিকে
একটি ফ্লাজেলা বিশিষ্ট
পোডিয়াটা জীবকুল
থেকে উদ্ভব হয়েছিল
ইউনিকোন্টা
এবং ভারিসুকালা।
প্রায় ১০৩.১-১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউনিকোন্টা
দুটি ধারায় বিভাজিত হয়ে গিয়েছিল। এই ধারা দুটি হলো-
ওবাজোয়া থাক:
১০৩.১ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এদের
উদ্ভব হয়েছিল। যথারীতি
এরা ছিল এককোষী। তবে এদের দেহে ফ্লাজেলা ছিল। এই থাক থেকে পর্বর্তী সময়ে ছত্রাক
ও প্রাণী জগতের সৃষ্টি হয়েছিল।
এ্যামিবোজোয়া (Amoebozoa): ১০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে ইউনিকোন্টাদের কিছু কিছু প্রজাতির ভিতর দেহের পরিবর্তন করার ক্ষমতার জন্ম হয়। এরা কখনো কখনো দেহের কোনো অংশ বর্ধিত করে অঙ্গুলির মতো ক্ষণপদ তৈরি করা শুরু করেছিল। এই ক্ষণপদের দ্বারা এরা চলাচল করা এবং খাদ্যগ্রহণের কাজ করতে পারতো। এই সূত্রে সৃষ্টি হয়েছিল আবির্ভুত হয় এ্যামিবোজোয়া থাকের জীব। মূলত এ্যামিবা নামক একোষী জীবের আদি-জীব ছিল সেকালের এ্যামিবোজোয়া থাকের জীবগুলো।