হুরোনিয়ান বরফযুগ
ইংরেজি : Huronian glaciation

পৃথিবীর প্রথম বরফ যুগ। উল্লেখ্য ভূতাত্ত্বিক সময়মানের একক হিসাবে আমল
(age) হিসাবে যা নির্দিশিত হয়। এখানে বরফযুগ শব্দটি প্রচলিত শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। ২৫০-২১০ কোটি বৎসরের ভিতরে পৃথিবীতে প্রথম এই বরফ যুগ সংঘটিত হয়।

আর্কিয়ান কালের-এর প্রথমদিকে সৃষ্ট ভাল্বারা মহা-মহাদেশ ২৮০-২৭০ কোটি বৎস ি বিভক্ত হয়েছিল। এই বিভাজনের সূত্রে ২৭০ কোটি বৎসর নতুন মহা-মহাদেশ কেনোরল্যান্ড মহা-মহাদেশ -এর সৃষ্টি হয়েছিল। ২৫০ কোটি পূর্বাব্দের ভিতরে উর মহা-মহাদেশটি কেনোরল্যান্ড-এর সাথে যুক্ত হয়ে গিয়েছিল।

২৪০ কোটি বৎসর আগে প্রোটেরোজোই কালের অন্তর্গত পালেপ্রোটারোজোয়িক যুগের প্রথম সিডেরিয়ান অধিযুগে এই বরফযুগটি শুরু হয়েছিল। উত্তর আমেরিকার হুরোন হ্রদ থেকে সংগৃহীত নমুনা থেকে এই বরফযুগের সন্ধান করা সম্ভব হয়েছিল। এই কারণে এই বরফযুগের নামকরণ করা হয়েছিল হুরোনিয়ান বরফ যুগ।

২৪০ কোটি বৎসরের সাগরজলে সায়ানোব্যাক্টেরিয়া (cyanobacteria) ছেয়ে গিয়েছিল। এরা দেহের ক্লোরোফিল-এর সাহায্যে  সূর্যের আলো, পানি কার্বন-ডাই-অক্সাইড  (CO2) এর দ্বারা শর্করা জাতীয় দ্রব্য (নানা ধরনের চিনি) উৎপাদন শুরু করেছিল।  এর ফলে প্রথমবারের মতো জীবদেহ থেকে মুক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়া শুরু হয়। এই অক্সিজেন লৌহের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড (Fe3O4) বা ম্যাগনেটাইট উৎপন্ন করতে থাকে এবং তা সাগরতলের মাটিতে জমা হয়। এই প্রক্রিয়ায় ধীরে ধীরে বাতাস থেকে কার্বন-ডাই-অক্সাইড কমতে থাকে। ২৪০ কোটি বৎসর আগে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে যায় যে, সারা পৃথিবী জুড়ে শৈতপ্রবাহ শুরু হয় এবং শেষ পর্যন্ত পৃথিবীর জলভূমি জমে যায় এবং  ব্যাপক তুষারপাতে পৃথিবীর স্থলভূমি বরফে ঢেকে যায়। এই সূত্রে পৃথিবীতে নেমে এসেছিল, প্রথম বরফ যুগ (ice age, এই যুগ ভূতাত্ত্বিক সময়-মানের একক নয়) সুচনা ঘটেছিল। একে বলা হয় হুরোনিয়ান বরফযুগ বলা হয়।

প্রোটেরোজোই কালের পালেপ্রোটারোজোয়িক যুগে  (Paleoproterozoic era) ২৪০-২১০ কোটি বৎসরের ভিতরে এই বরফযুগটি স্থায়ী ছিল। এই বরফযুগও এই মহা-মহাদেশকে বিভাজিত করার ক্ষেত্রে বিশেষ সহায়ক ভূমিকা পালন করেছিল। পালেপ্রোটারোজোয়িক যুগের ওরোসিরিয়ান অধিযুগে (২০০ কোটি ৫ লক্ষ বৎসর থেকে ১৮০ কোটি পূর্বাব্দ) এই মহা-মহাদেশে একটি গ্রহাণু আঘাত হানে। এর ফলে পৃথিবীর গায়ে বিরাট ক্ষত সৃষ্টি হয়েছিল। বর্তমান দক্ষিণ আফ্রিকায় এর চিহ্ন পাওয়া যায়। এই ক্ষতটির নাম ভ্রেডেফোর্ট (Vredefort) খাত।

গ্রহাণুর আঘাতের ফলে বায়ুমণ্ডলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। এর ফলে বায়ুমণ্ডল অস্বাভাবিক রকমের উত্তপ্ত হয়ে উঠেছিল। ২১০ কোটি বৎসর আগের হুরোনিয়ান বরফ যুগ -এর শীতলতা যাও ছিল, এই গ্রহাণুর আঘতজনীত কারণে তা মিলিয়ে গিয়েছিল। একই সাথে সেকালের কেনোরল্যান্ড মহা-মহাদেশ -এর পুনর্বিন্যাসকে ত্বরান্বিত করেছিল। ১৮০ কোটি বৎসরের দিকে এই মহা-মহাদেশটি পুনর্বিন্যাসিত হয়ে নতুন রূপ লাভ করে। এ  নামকরণ করা হয়েছে কলাম্বিয়া মহা-মহাদেশ(Columbia supercontinent)


সূত্র :
http://en.wikipedia.org