ভাল্বারা মহাদেশ
ইংরেজি:
Vaalbara continent

প্রাচীন পৃথিবীর আর্কিয়ান কালের মহাদেশ। অবশ্য অনেকে একে মহা-মহাদেশ হিসেবেই উল্লেখ করে থাকেন। প্রকৃত পক্ষে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার দক্ষিণাংশ নিয়ে এই মহাদেশটি গঠিত হয়েছিল।


৩৬০ কোটি পূর্বাব্দের দিকে,
আর্কিয়ান কাল-র প্রথম যুগ ইয়ো-আর্কিয়ান -এর শেষভাগে এই মহাদেশের উদ্ভব হয়েছিল- কাপ্‌ভাল এবং পিল্‌বারা ক্র্যাটনের সমন্বয়ে। ১৯৯৬ খ্রিষ্টাব্দে এই মহাদেশের নামকরণ করা হয় উভয় ক্র্যাটনের চারটি করে বর্ণ নিয়ে।
            Kaapvaal + Pilbara =Vaalbara

উইকিমেডিয়ার চিত্রানুসারে

এই মহাদেশের কাপ্‌ভাল ক্র্যাটনের উদ্ভব গড়ে উঠেছিল ৩৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। এর আয়তন ছিল প্রায় ১২ লক্ষ বর্গকিলোমিটার। বর্তমান দক্ষিণ আফ্রিকা পূর্বাঞ্চলে অবস্থিত লিম্পোপো এবং তৎসংলগ্ন প্রদেশগুলোর ভিত্তি এই ক্র্যাটন। এছাড়া বোৎসোয়ানা, জিম্বাবুয়ে এবং মোজাম্বিকের দক্ষিণাংশ এই ক্র্যাটনের উপর অবস্থিত। এর আয়তন প্রায় ১২ লক্ষ বর্গকিলোমিটার। লিম্পোপো বলয় দ্বারা এই ক্র্যাটন জিম্বাবুয়ে ক্র্যাটনের সাথে যুক্ত অবস্থায় রয়েছে।

৩৬০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে
পিল্‌বারা ক্র্যাটনটি আদি দশা নিয়ে এর সাথে যুক্ত হয়ে যায়। উল্লেখ্য, পিলবারা ক্র্যাটন পূর্ণতা লাভ করেছিল ৩৬০ থেকে ২৭০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে। পিল্‌বারা ক্র্যাটন এখন পশ্চিম অস্ট্রেলিয়ার অংশ।

ধারণা করা হয় ৩৬০ থেকে ৩২০ কোটি খ্রিষ্টপূরাব্দের ভিতরে
কাপ্‌ভাল ক্র্যাটনের বার্বের্টোন গ্রিনস্টোন বলয়ে উদ্ভব হয়েছিল মাখোঞ্জওয়া পর্বতমালা। এই পর্বতমালার দৈর্ঘ্য ১২০ বকিলোমিটার এবং প্রস্থ প্রায় ৬০ কিলোমিটার। এর শৃঙ্গগুলোর উচ্চতা ৬০০ থেকে ১৮০০ মিটার। অন্যদিকে ৩৫০-৩২০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ভাল্বারার পিল্‌বারা ক্র্যাটন অঞ্চলের এই রুক্ষ প্রান্তরে হঠাৎ আঘাত হেনেছিল ছিটকে পড়া অন্তত চারটি কার্বন-সমৃদ্ধ গ্রহাণু। এর ফলে বিপুল উত্তাপ এবং ধুলোবালি বায়ুমণ্ডলকে আচ্ছন্ন করে ফেলেছিল। বাতাসে ছড়িয়ে পড়েছিল নানা ধরনের গ্যাসীয় উপকরণ। উভয় প্রক্রিয়ার ভিতরে এই সময় পুরো ভাল্বারা জুড়ে ছিল এবড়ো থেবড়ো বন্ধুর ভূমি। কোথায় মাথা উঁচু করে ছিল আদিম পর্বতশৃঙ্গ। আবার পাথুরে ভূত্বকের কোথাও জমেছিল বিপুল পরিমাণ জমেছিল ধুলোর স্তর। কোথাও কিম্বা বৃষ্টিতে পানিতে ভিজে তৈরি হয়েছিল কাদার আস্তরণ।

৩১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে ভাল্বারা বিশাল আকার ধারণ করেছিল। কিন্তু এরপর থেকে এর বড় বড় ভূখণ্ড বিচ্ছিন্ন হতে থাকে। ৩০০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভাল্বারা ভেঙে যেতে থাকে। ২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে এই ভাঙন চূড়ান্ত রূপ লাভ করে। এই বিচারে ভাল্বারার অন্তিম সময় ধরা হয় ২৮০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।

০ কোটি িপূর্বাব্দে
আর্কিয়ান কাল-এর নিয়ো-আর্কিয়ান যুগে, ভাল্বারা এবং উর মহাদেশের খণ্ডিত অংশ মিলিত হয়ে তৈরি হয়েছিল কেনোরল্যান্ড- নামক মহা-মহাদেশ।  


সূত্র: