ইয়ো-আর্কিয়ান যুগ
Eoarchean Era
আর্কিয়ান কালের প্রথম যুগ।
৪০৩-৩৬২ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ

গ্রিক  
eos অর্থ ঊষা আর archaios অর্থ প্রাচীন। দুইয়ে মিলে এর অর্থ দাঁড়ায় 'প্রাচীন যুগের ঊষাকাল'। এর পূর্ব্র্তী কাল ছিল হেডিন (৪৬০-৪০৩ কোটি খ্রিষ্ট-পূর্বাব্দ)। এই যুগেই পৃথিবীতে প্রথম মহাদেশীয় ভূত্বক তৈরি হতে শুরু করে এবং সম্ভবত সবচেয়ে প্রাচীন জীবনের চিহ্ন  পাওয়া গেছে।

আগের হেডিন কালে প্রথম ৫-১০ কোটি বছরের মধ্যেই পৃথিবী কেন্দ্রীয়মণ্ড গঠনের  প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল। ইয়ো-আর্কিয়ানে এটি শেষ হয়েরছিল। এর ফলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রও তৈরি হয়েছিল।  
কিন্তু এই কালের শুরু দিকে বায়ুমণ্ডলের অতিরিক্ত তাপমাত্রা পৃথিবীর কেন্দ্রমণ্ডল গঠনে বিশেষ সহায়ক ছিল না। তবে এই যুগে ভূত্বক জমাট বেধে তৈরি হয়ৈছিল আদিম ক্র্যাটন ও ঢালভূখণ্ড। যা পরব্র্তী সময়ে মহাদেশ ও মহামহাদেশ তৈরির পথকে সুগম করে তুলেছিল। পৃথিবীর বায়ুমণ্ডলে নানা ধরনের গ্যাসীয় উপকরণ যুক্ত হয়েছিল এই সময়ে। এই কালের আগে পৃথিবীর ভূত্বকের উপর দিয়ে যে উত্তপ্ত বায়ু প্রবাহ হতো, তার তাপমাত্রা ছিল বর্তমান পৃথিবীর তাপমাত্রার ১০-১৫ গুণেরও বেশি। এই যুগের শুরুর দিকে মহাসাগর-সাগরগুলোর তরল পদার্থের সিংহভাগ দখল করে নিয়েছিল নানা যৌগিক পদার্থ মিশ্রিত জলরাশি এবং এই সাগরের পানিতেই সূচনা ঘটেছিল আদি প্রাণের।

এই যুগে পৃথিবী ছিল এক উষ্ণ, প্রায় বাষ্পময় গ্রহ। পৃথিবী ছিল কার্বন-ডাই-অক্সাইডের চাদরে ঢাকা মোহময় মৃদু আলোয় ভরা । আকাশ ছিল কমলা-হলুদ বা ঘন কুয়াশাচ্ছন্ন, সূর্যের আলো ম্লান ও লালচে হয়ে পৃথিবীতে পৌঁছাত। এই যুগের প্রথমার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা ছিল- ৫৫-৮৫° সেন্টিগ্রেড। পরে এই তাপমাত্রা নেমে এসেছিল- ৩৫-৫৫° সেন্টিগ্রেডে। এই সময় পৃথিবী জুড়ে চলেছিল আদি ক্র্যাটন তৈরির প্রক্রিয়া। বায়ুমণ্ডল ছিল প্রায় মুক্ত অক্সিজেন হীন এবং কার্বন ডাই অক্সাইডের আধিক্যে সৃষ্ট গ্রিন-হাউস-জনীত ঘটনায় অত্যন্ত উৎতপ্ত। লবণাক্ত সাগরের জলে আদি জৈবিক উপকরণের মাধ্যমে সৃষ্টি হয়েছিল কোষভিত্তিক জীবকণিকা।


ইয়ো-আর্কিয়ান যুগের ভূপ্রকৃতি:
এই যুগে পৃথিবী নামক গোলকটি ঢাকা ছিল গভীর, ফুটন্ত সমুদ্রের নিচে। এই সমুদ্র থেকে অসংখ্য কালো ধোঁয়া নির্গত হতো। এর ভিতরে পুরো পৃথিবী জুড়ে অগ্ন্যুৎপাতের ঘটেই চলেছিল এবং উগীর্ণ লাভা সমুদ্রতলকে উচ্চতর করে তুলছিল।

এই যুগের পরে শুরু হয় প্যালেয়োআর্কিয়ান যুগ। এর ব্যাপ্তীকাল ছিল ৩৬০ কোটি থেকে ৩২০ কোটি পূর্বাব্দ।


সূত্র
http://en.wikipedia.org/wiki/Paleogene