নাইট্রোজেন ক্ষার
Nitrogen
base
নাইট্রিজেন ভিত্তিক ক্ষার জাতীয় যৌগিক পদার্থ। জীবকোষে নিউক্লিক এ্যাসিডের মূল তিনটি উপাদান হিসেবে নাইট্রোজেন ক্ষার থাকে। অপর দুটি উপাদান হলো-
নাইট্রিজেন ভিত্তিক ক্ষারের গাঠনিক বিন্যাসের বিচারে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো-
পিউরিন: এর ভিত্তি ২টি বলয় দ্বারা গঠিত। এই শ্রেণিতে দুটি ক্ষার পাওয়া যায়। ক্ষার দুটি হলো- এ্যাডেনিন ও গুয়ানিন।
পাইরিমিডিন: এর ভিত্তি ১টি বলয় দ্বারা গঠিত। এই শ্রেণিতে ৩টি ক্ষার পাওয়া যায়। ক্ষার ৩টি হলো- সাইটোসিন, থাইমিন ও ইউরাসিল।
নাইট্রোজেন ক্ষারের সাথে পেন্টোজ কার্বোহাইড্রেড যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। আর নিউক্লিওসাইডের সাথে ফসফরিক এ্যাসিড যুক্ত হয়ে তৈরি হয় নিউক্লিওটাইড।