কার্বোহাইড্রেড
Carbohydrate

এটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত একপ্রকার যৌগিক পদার্থ। বাংলা সমার্থক শব্দ হলো- শর্করা।

সাধারণত একটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন এবং একটি অক্সিজেন অণু যুক্ত হয়ে কার্বোহাইড্রেড তৈরি হয়। এই বিচারে এর সাধারণ রাসায়নিক সূত্র হলো-
Cm(H2O)n

স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেডকে দুটি ভাগে ভাগ করা হয়। এই ভাগ দুটি হলো-

আণবিক গঠনের বিচারে কার্বোহাইড্রেডকে তিনটি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-