মৌলিক কার্বন হীরক ও গ্রাফাইট রূপে কেলাসিত অবস্থায় পাওয়া যায়। কার্বন পানি
, লঘু এ্যাসিড, ক্ষারক এবং জৈব-দ্রাবকে অদ্রবণীয়। উচ্চতাপে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড, কার্বন-ডাই-অক্সাইড বা কার্বন-সাব-অক্সাইড উৎপন্ন করে। হ্যালোজন গ্রুপের মধ্যে ফ্লোরিনের সাথে কার্বনের বিক্রিয়া হয়। তবে হ্যালোজেনের সবার সাথেই মিলিত হয়ে যৌগ উৎপন্ন করে থাকে। উচ্চতাপে ধাতব মৌলের সাথে কার্বাইড গঠন করে। দেখুন : হীরকঅলঙ্কার হিসাবে হীরকরূপ কার্বনে ব্যাপক ব্যহৃত হয়। রাবার শি
ল্পে, ছাপার কালিতে কার্বন ব্লাক ব্যবহৃত হয়। গ্রাফাইড থেকে আর্ক-লাইট, পেন্সিল ইত্যাদিতে ব্যবহৃত হয়। কার্বনের অকেলাস রূপ কাঠকয়লা গ্যাসের পরিশোষক ও বিবর্ণকারী হিসাবে ব্যবহৃত হয়। Carbon cycle)