কয়লা
কাঠকয়লা |
|
পাথুরে কয়লা ধারণা করা হয়, প্রায় ৩০ কোটি বৎসর আগে বিশাল বনভূমি প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। কালক্রমে এর উপর মাটির স্তর জমে জমে মাটির গভীর স্তরে জমা হয়। ভূগর্ভের প্রচণ্ড উত্তাপে অক্সিজেন শুন্য দশায় উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেড থেকে জলীয় অংশ দূরীভূত হয়ে কার্বন অংশ কঠিন শিলায় পরিণত হয়েছে। এর ফলে উদ্ভিদকোষ ব্যাক্টেরিয়া দ্বারা বিবর্তিত হতে পারে নি। এইজাতীয় কয়লার সাধারণ নাম পাথুরে কয়লা। পাথুরে কয়লার সাথে নানা ধরনের উদ্বায়ী (volatile) পদার্থ থাকে। এছাড়া থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এই সকল উপাদান এবং কেজি প্রতি তাপোৎপাদক উপকরণের পরিমাণ অনুসারে জার্মান-বিজ্ঞানীরা কয়লাকে ৮টি ভাগ ভাগ করেছেন। নিচের এর তালিকা দেওয়া হলো। |
জার্মান নাম | ইংরেজি নাম | উদ্বায়ী% | কার্বন% | হাইড্রোজেন% | অক্সিজেন% | সালফার% |
তাপোৎপাদক
উপকরণ কেজি |
---|---|---|---|---|---|---|---|
Braunkohle | Lignite | 45-65 | 60-75 | 6.0-5.8 | 34-17 | 0.5-3 | <28470 |
Flammkohle | Flame coal | 40-45 | 75-82 | 6.0-5.8 | >9.8 | ~1 | <32870 |
Gasflammkohle | Gas flame coal | 35-40 | 82-85 | 5.8-5.6 | 9.8-7.3 | ~1 | <33910 |
Gaskohle | Gas coal | 28-35 | 85-87.5 | 5.6-5.0 | 7.3-4.5 | ~1 | <34960 |
Fettkohle | Fat coal | 19-28 | 87.5-89.5 | 5.0-4.5 | 4.5-3.2 | ~1 | <35380 |
Esskohle | Forge coal | 14-19 | 89.5-90.5 | 4.5-4.0 | 3.2-2.8 | ~1 | <35380 |
Magerkohle | Non baking coal | 10-14 | 90.5-91.5 | 4.0-3.75 | 2.8-3.5 | ~1 | 35380 |
Anthrazit | Anthracite | 7-12 | >91.5 | <3.75 | <2.5 | ~1 | <35300 |