কয়লা
ইংরেজি
Coal


দানাদার কার্বন বিশেষ।  সমৃদ্ধ কালো বর্ণের এক প্রকার ভঙ্গুর পদার্থ। জ্বালানী হিসাবে রান্না-বান্না, বাষ্পীয় ইঞ্জিন চালনায় কয়লা ব্যবহৃত হয়। এতে কার্বন প্রধান উপাদান হিসেবে থাকলেও এর সাথে অক্সিজেন,  হাইড্রোজেন, গন্ধক, নাইট্রোজেন ইত্যাদি মিশ্রিত থাকতে পারে। কার্বন সমৃদ্ধ এই উপাদানটি মুক্ত বাতাসে আগুনে পোড়ালে কার্বন-ডাই অক্সাইড তৈরি করে। অবশিষ্ট অংশ ছাই হিসাবে পাওয়া যায়।

কয়লার শ্রেণিবিভাজন
কয়লার প্রকৃতি অনুসারে কয়েকভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো

 

কাঠকয়লা
ইংরেজি
Charcoal
কাঠ পুড়িয়ে যে কয়লা পাওয়া যায়। গ্রামে সাধারণতঃ কাঠ অর্ধদগ্ধ করে কাঠকয়লা প্রস্তুত করা হয়। এই জাতীয় কয়লার ভিতরে কাঠের সূক্ষ্মকণা অদগ্ধ অবস্থায় থাকে। এই কারণে একে কাঠ কয়লা বলা হয়। ভারতের সমুদ্র উপকূলীয় অঞ্চলের মাটির নিচে এই জাতীয় কয়লা পাওয়া যায়। এছাড়া লাকড়ি দিয়ে রান্নার শেষে যে অধ্বদগ্ধ লাকড়ির অংশ থাকে
, তাকেও কাঠকয়লা বলা হয়। গ্রামাঞ্চলে এই কয়লা দ্বারা দাঁত মাজা, শীতকালে ঘরকে উত্তপ্ত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

কার্বনসমৃদ্ধ অখনিজ কয়লা
ইংরেজি
Charcoal
কাঠ
, চিনি ইত্যাদি কার্বনসমৃদ্ধ পদার্থকে অন্তর্ধূম পাতন পদ্ধতিতে এই কয়লা উৎপাদন করা হয়। এই কয়লা ধূয়াহীন জ্বালনি হিসাবে প্রচুর উত্তাপের সৃষ্টি করে। দ্রবণ থেকে কঠিন দ্রব্য পরিশোষণে এই কয়লা উৎপন্ন করা হয়। বারুদ তৈরিতে, চিনি পরিশোধনে, বায়ু ও পানি পরিশোধনে, গ্যাশ মুখোশে এই কয়লা ব্যবহৃত হয়।

   
  পাথুরে কয়লা
ধারণা করা হয়, প্রায় ৩০ কোটি বৎসর আগে বিশাল বনভূমি প্রাকৃতিক বিপর্যয়ে মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল। কালক্রমে এর উপর মাটির স্তর জমে জমে মাটির গভীর স্তরে জমা হয়। ভূগর্ভের প্রচণ্ড উত্তাপে অক্সিজেন শুন্য দশায় উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেড থেকে জলীয় অংশ দূরীভূত হয়ে কার্বন অংশ কঠিন শিলায় পরিণত হয়েছে। এর ফলে উদ্ভিদকোষ ব্যাক্টেরিয়া দ্বারা বিবর্তিত হতে পারে নি।  এইজাতীয় কয়লার সাধারণ নাম পাথুরে কয়লা।

পাথুরে কয়লার সাথে নানা ধরনের উদ্বায়ী (volatile) পদার্থ থাকে। এছাড়া থাকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এই সকল উপাদান এবং কেজি প্রতি তাপোৎপাদক উপকরণের পরিমাণ অনুসারে জার্মান-বিজ্ঞানীরা কয়লাকে ৮টি ভাগ ভাগ করেছেন। নিচের এর তালিকা দেওয়া হলো।

 
জার্মান নাম ইংরেজি নাম উদ্বায়ী% কার্বন% হাইড্রোজেন% অক্সিজেন% সালফার% তাপোৎপাদক উপকরণ
কেজি
Braunkohle Lignite 45-65 60-75 6.0-5.8 34-17 0.5-3 <28470
Flammkohle Flame coal 40-45 75-82 6.0-5.8 >9.8 ~1 <32870
Gasflammkohle Gas flame coal 35-40 82-85 5.8-5.6 9.8-7.3 ~1 <33910
Gaskohle Gas coal 28-35 85-87.5 5.6-5.0 7.3-4.5 ~1 <34960
Fettkohle Fat coal 19-28 87.5-89.5 5.0-4.5 4.5-3.2 ~1 <35380
Esskohle Forge coal 14-19 89.5-90.5 4.5-4.0 3.2-2.8 ~1 <35380
Magerkohle Non baking coal 10-14 90.5-91.5 4.0-3.75 2.8-3.5 ~1 35380
Anthrazit Anthracite 7-12 >91.5 <3.75 <2.5 ~1 <35300